শিরোনাম
◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৯:১৫ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমির দলিল একজনের নামে, রেকর্ড অন্যজনের নামে—কার মালিকানা বৈধ?

একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। একজন দলিলের ভিত্তিতে জমির মালিকানা দাবি করছেন, অন্যজন দাবি করছেন যে রেকর্ডমতে জমিটি তার নামে রয়েছে। তাহলে প্রকৃত মালিক কে—দলিল যার নামে, নাকি রেকর্ড যার নামে?

এ বিষয়ে অভিজ্ঞ আইনজীবী সাবের চৌধুরী বলেন, “জমির প্রকৃত মালিক নির্ধারণে দলিল এবং রেকর্ড—উভয়ের গুরুত্ব রয়েছে। তবে দলিলের ভিত্তিতে মালিকানা অধিকতর গ্রহণযোগ্য। শুধু রেকর্ড থাকার কারণে কেউ জমির একচ্ছত্র মালিক দাবি করতে পারেন না।”

তিনি জানান, “ধরা যাক, একটি জমির আগের মালিকের নামে সিএস, এসএ এবং আরএস রেকর্ড ছিল। সেই মালিকের কাছ থেকেই এক ব্যক্তি ২০ বছর আগে দলিলের মাধ্যমে জমি কিনেছেন। পরে তিনি হয়তো বিদেশে চলে গেছেন বা জমির তদারকি করতে পারেননি। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পাশের বাড়ির মালিক ক্ষমতার অপব্যবহার করে বিএস জরিপে জমিটি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন।”

আইনজীবী আরও বলেন, “এই প্রেক্ষাপটে রেকর্ড যার নামে হয়েছে, তিনি স্বয়ংক্রিয়ভাবে জমির মালিক হয়ে যান না। বরং দলিল রয়েছে যিনি কিনেছেন, সেই ব্যক্তি মালিক হিসেবে অধিক স্বীকৃত।”

তিনি স্পষ্ট করে বলেন, “দলিলের চেয়ে রেকর্ড কখনোই বেশি গুরুত্বপূর্ণ নয়। রেকর্ড কেবল সরকারি ব্যবস্থাপনায় নাম অন্তর্ভুক্তির একটি প্রক্রিয়া, যা ভুলও হতে পারে। কিন্তু দলিল হলো বিক্রয় চুক্তির বৈধ প্রমাণ।”

সুতরাং, জমির মালিকানা নির্ধারণে দলিলের ভিত্তি শক্তিশালী এবং নির্ভরযোগ্য। যিনি দলিলের মাধ্যমে জমি ক্রয় করেছেন, তিনিই আইনের চোখে প্রকৃত মালিক—যদিও রেকর্ড অন্য কারও নামে হয়ে থাকুক। উৎস: জনকণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়