শিরোনাম
◈ ৬ সেপ্টেম্বর সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ◈ নাটোরে গাঁজা জব্দে গরমিল: ২৮ কেজি উদ্ধারের পর থানায় জমা মাত্র ৭ কেজি! উদ্ধারকারী এসআই ক্লোজড্ ◈ হা‌সিনা পা‌লি‌য়ে যাবার পর আ‌ন্দোল‌নের কৃ‌তিত্ব নি‌য়ে লড়াই চল‌ছে:  আমীর খসরু ◈ পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু ◈ ডাকসু নির্বাচন : যাকে ভোট দিতে বলছেন শায়খ আহমাদুল্লাহ ◈ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে ◈ লটারিতে নয়, প্রক্রিয়াতেই ডিসি নিয়োগ হবে: জনপ্রশাসন সচিব ◈ ২ হাজার এএসআই নেবে পুলিশ, এইচএসসি পাশেই আবেদন ◈ সাবেক আইজিপি মামুনের জবানবন্দি হাসিনার দুঃশাসনের অকাট্য দলিল: চিফ প্রসিকিউটর ◈ জোটবদ্ধ প্রার্থীকেও নিজের দলের প্রতীকে ভোট করতে হবে : ইসি

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৪, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোর্বসের থার্টি আন্ডার থার্টি এশিয়া তালিকায় ৯ বাংলাদেশি

ইমরুল শাহেদ: [২] ফোর্বস ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’-এর নবম সংস্করণ ঘোষণা করা হয়েছে। এতে স্থান পেয়েছে ৩০ বছরের কম বয়সী ৩০০ জন উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবকদের নাম। তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে পরিবর্তন ও উদ্ভাবনি কাজ চালিয়ে যাচ্ছেন। এসব ব্যক্তি চিত্রকলা, প্রযুক্তি, মিডিয়া, ফিন্যাস এবং আরো অনেক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছেন। 

[৩] এই তালিকায় স্থান পাওয়া ৯ বাংলাদেশি হলেন, আনুশা আলমগীর, মেহেদী সরণ, রেদওয়ান আহমেদ, সুলতান মনি ও মুমতাহিনা আনিকা, ফাহাদ আহমেদ এবং এমডি শহিদুল ইসলাম, আব্দুল গাফ্ফার সাদি ও এমডি তুষার।

[৪] আনুশা আলমগীর আর্ট ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।

[৪.১] হ্যালোটাস্কের সহ-প্রতিষ্ঠাতা মেহেদী সরণ স্থান পেয়েছেন কনস্যুমার টেকনোলজি ক্যাটেগরিতে।

[৪.৩] পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক রেদওয়ান আহমেদের নাম স্থান পেয়েছে মিডিয়া, মার্কেটিং এবং বিজ্ঞাপন বিভাগে।

[৪.৪] দ্রুতলোন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এমডি শহিদুল ইসলাম, আব্দুল গাফ্ফার সাদি এবং এমডি তুষার স্থান পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল বিভাগে।

[৪.৫] ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে স্বীকৃত হয়েছেন জাতিকের সহ-প্রতিষ্ঠাতা সুলতান মনি এবং মুমতাহিনা আনিকা।

[৪.৬] উইন্ড.এ্যাপ-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদ ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আইএস/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়