শিরোনাম
◈ (৬ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ ভারতীয়দের বাংলাদেশবিরোধী বিক্ষোভ, পর্যটন ও চিকিৎসা ব্যবসায় বড় ধস ◈ যুক্তরাজ্যে শেখ হাসিনার সমাবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম ◈ এস আলমমুক্ত ৬ ব্যাংকের এলসি খোলায় শর্ত প্রত্যাহার ◈ ‌‘আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে’ (ভিডিও) ◈ খোঁজ মিলেছে শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’  ◈ মুক্তির পর বাবুল আক্তারকে নিয়ে চিন্তিত দ্বিতীয় স্ত্রী, যা বললেন  ◈ সংখ্যালঘুদের রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি: শায়খ আহমাদুল্লাহ  ◈ আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে শারমিন আক্তার সুপ্তা ◈ দেশে ফিরেছে বিশ্বকাপে উন্নীত হওয়া যুব হকি দল, ৫ লাখ টাকা পুরস্কার দেবে ফেডারেশন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৪১ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবন নিয়ে যৎসামান্য

আহসান হাবিব

আহসান হাবিব: [১] নির্বাণ বা বোধিপ্রাপ্তি বলে জীবনে কিছু হয় না। জগৎ সম্পর্কে, জগতের প্রাণী সম্পর্কে শেষকথা বলে কিছু নেই। জীবন চলমান এবং প্রতিদিনই নতুন। জীবনের নতুন কি? তার সংগ্রাম। তাকে টিকে থাকতে হলে এটিই তার একমাত্র হাতিয়ার। কোনো গৎবাঁধা বুলি দিয়ে জীবনকে সাজানো যায় না। যারা এটা করে তারা কলুর বলদ হয়ে গেছে। তারা অর্ধমৃত।

[২] জীবনে দয়া বলে কিছু হয় না। দয়া ক্ষমতার ভ্যারিয়েশন ও আধিপত্যকে নির্দেশ করে। জীবের প্রতি দয়া একটা মিছে কল্পনা যেমন ঈশ্বর সেবা। ঈশ্বর বলে কিছু নেই। কোন চিন্তাকে আপনি বর্জন করবেন? যে চিন্তা আপনার সংগ্রামকে থামিয়ে দেয়, স্তিমিত করে দেয়। জীবন কোনো ব্যক্তির ইচ্ছাধীন নয়, এটা বিলিয়ন বিলিয়ন মানুষের ইচ্ছানিরপেক্ষ মিথস্ক্রিয়ার ফল। আপনি না চাইলেও এই ক্রিয়ায় সক্রিয় থাকতে হবে। সব পেয়ে গেছেন কিংবা বুঝে গেছেন মনে করলেই ভাববেন আপনি মরে গেছেন।

[৩] আপনি হয়তো জানেন না আপনার পাওয়ার (চড়বিৎ) কোনটি। তাকে আইডেন্টিফাই করুন, তার যত্ন নিন এবং প্রয়োগে আত্মনিয়োগ করুন। দেখবেন আপনি একজন পাওয়ারফুল প্রাণী হিসেবে আবির্ভূত হয়েছেন। কোন গৎবাঁধা অনুশাসন মানবেন না। নিজেই নিজের পথ তৈরি করুন। সহযোগিতা এবং সংগ্রাম হোক আপনার জীবনের মূলমন্ত্র। [৪] বস্তাপচা চিন্তাকে ভাগাড়ে ফেলে দিন। বস্তাপচা চিন্তা সেটাই যা আপনাকে স্থবির করে দেয়, পেছনের দিকে নিয়ে যায়। এটা হতে পারে আদর্শের নামে, ধর্মের নামে, ঐতিহ্যের নামে। জীবন মানেই নতুনের সাথে আবাহন। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়