শিরোনাম
◈ মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া কে এই শরিফুল, বাংলাদেশে তাঁকে নিয়ে মাতামাতি কেন ◈ ক্রিকেটার সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ ◈ আর্জেন্টাইন কোচ এখন বসুন্ধরা কিংসে ◈ রাজনৈতিক প্রভাব কমাতে বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তনের খসড়া ◈ জুলাই শহীদ পরিবারে অনুদানের টাকা বণ্টনে সরকারের নতুন বিধিমালা ◈ শপথ নিলেন হাইকোর্টের নতুন অতিরিক্ত ২৫ বিচারপতি ◈ চিকিৎসাবিজ্ঞানে মাইলফলক:: ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না ◈ শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক ◈ ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর ◈ এবার তৌহিদ আফ্রিদির অপকর্মের বর্ণনা দিলেন তানভীর রাহী (ভিডিও)

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ১২:২৯ রাত
আপডেট : ২২ জুন, ২০২২, ১২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোমলমতি শিশুদের মধ্যে সাম্প্রদায়িক বিষ!

প্রসূন তালুকদার

প্রসূন তালুকদার: রাজধানীর অভিজাত এলাকায় রাষ্ট্রীয় বিশেষ বাহিনী পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলটিতে ছেলেকে ক্লাস ওয়ানে ভর্তি করাতে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কারণ বাসার কাছে আর কোনো ভালো স্কুল নেই আর এই স্কুলের একটা সুনাম আছে। বর্তমান অধ্যক্ষের ডিসিপ্লিন নিয়ে অনেক ইতিবাচক কথা শুনেছি আর হেঁটে স্কুলে আসা যাওয়া করা যায়। কিন্তু এরা ক্লাস ওয়ানে ভর্তি নেয় না, যদি কোনো আসন খালি হয় তবে সেই খালি আসনে কাউকে নেওয়া যায়। ভর্তির দুই মাসের মাথায় ধাক্কাটা খেলাম! কাল ছেলে এসে বললো, ওর ক্লাসের এক ছেলে ওর পাশে বসে ওঠে অন্যদিকে চলে গেলো ও হিন্দু বলে। জানাল সেই ছেলে নাকি কোনো হিন্দু ছেলে বা মেয়ের পাশেই বসে না!

কোনো ৬/৭ বছর বয়সী বাচ্চার এই মানসিকতা আসার কথা না যদি না পরিবারে এমন চর্চা হয়। অন্য সবাইকে স্কুল ছুটির পর যেমন টা টা দেয়া হয়, একেও তেমনি কয়েকবার টা টা দিলেও দেখা গেলো সে কোনো রেসপন্স করল না। কৌশলে তার নাম জেনে দেখলাম পাশে বসা মায়েরও নির্বিকার চোখ। পোশাকে চলনে সেই মনমানসিকতার বহিঃপ্রকাশ। জানা গেলো, সেই ছাত্রের পিতাও একই স্কুলের শিক্ষক। ভাবছি এরা স্কুলে এই সাম্প্রদায়িক শিক্ষাই দিবে নিশ্চয়!

পাশের ফ্লাটের এক বাচ্চা মেয়ে আমাদের ছেলের সাথে খেলতে আসে।একদিন সেই মেয়েও জানাল তাদের স্কুলের কোন বাচ্চা নাকি বলে হিন্দুরা খারাপ।অথচ সেটা এক সরকারী প্রাথমিক স্কুল।কী সরকারী কী বেসরকারী কী বিশেষায়িত স্কুল সবখানেই ছড়িয়ে পড়ছে এই বিষ।আজ অভিভাবক ওয়েটিং রুমে এক মা এটা নিয়ে দেখলাম জোরে জোরে ক্ষোভ প্রকাশ করছেন।বুঝলাম বাচ্চারা বাসায় গিয়ে জানাচ্ছে সব।

অথচ ছেলেকে এতোদিন শিখিয়ে আসছি আমরা সব এক।তুমি যেমন কোন কোন খাবার বা খেলা কম বা বেশি পছন্দ করো বা একদম পছন্দ করোনা তেমনি কেউ কেউ ভিন্ন ভিন্ন খাবার, প্রার্থনা বা উতৎব করে।অন্যথা আলাদা কিছু নেই। প্রতি পুজা, ঈদ, খ্রিসমাস ডে কিংবা বৌদ্ধ পূর্নিমায় কার্ড বানিয়ে বন্ধুদের দিয়ে আসছে। আজ তাকে বললাম হয়ত ওই ছেলেটা তোমাকে পছন্দ করছেনা।ওকে ওর মতো থাকতে দাও, বিরক্ত করোনা! হায় বাংলাদেশ, তোমার গন্তব্য কোথায়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়