শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০৩ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে সেই ২০১০ সালের পর থেকে 

মিরাজুল ইসলাম

মিরাজুল ইসলাম: ২০১০ সাল পর্যন্ত শিক্ষানীতি কারিকুলামে যারা পড়াশোনা করেছে তারা ভাগ্যবান। সময় জবাব দেবে। যুগের সঙ্গে পরিবর্ধনের অজুহাতে কিছুদিন পরপর কারিকুলাম পরিবর্তন কোনো দেশের প্রজন্মের জন্যই মঙ্গলজনক নয়। যেকোনো নতুন কারিকুলাম ভালো হলো না খারাপ হলো সেই প্রশ্ন আপেক্ষিক। কারণ তা প্রমাণ করতে সময় প্রয়োজন। কিন্তু শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে বারবার শিক্ষা কারিকুলামে গ্রহণ-বর্জনের তোড়জোড়ের পেছনে ‘হাওড়ের উপর অহেতুক পদ্মা সেতু প্রকল্প’ জাতীয় অর্থ লেনদেনের গোপন এজেণ্ডা লুকিয়ে থাকতে পারে তা আমজনতার অজানা। 

একটি দেশের জাতীয় শিক্ষা কারিকুলাম পরিবর্তনে কত টাকার শ্রাদ্ধ হয় এবং দেশের তথাকথিত শিক্ষাবিদগণ অপ্রয়োজনীয় কারিকুলাম পরিবর্তন প্রকল্পের মাধ্যমে কী পরিমাণ ‘ফাও টাকা’ উপার্জন করেন তার শ্বেতপত্র কখনো প্রকাশিত হবে না। পুরো দেশে শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই ‘স্ট্রাগলিং লার্নার’ মানে কম মেধাবী কিংবা ক্লাস রুম ভালো লাগে না। অন্তত তাদের কথা চিন্তা করেও যারা ঘন ঘন কারিকুলাম পরিবর্তন করতে সরকারকে প্ররোচিত করেন, আমার মতে তারা দেশের শিক্ষা ব্যবস্থার এক নম্বর শত্রু। নতুন কারিকুলাম নিয়ে তথাকথিত টিকটক ভিডিওগুলো মূলত আলোচনার মোড় ঘুরিয়ে তাদের অপরাধগুলো ধামাচাপা দিচ্ছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে সেই ২০১০ সালের পর থেকে। এখন চলছে জাহাজ ভাঙা শিল্পের মতো তাকে ভাঙচুর করে ব্যবসা করা।
 লেখক ও চিকিৎসক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়