ব্রাত্য রাইসু, ফেসবুক থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বড় মাপের চিন্তক ছিলেন আহমদ ছফা।
বস্তুত চিন্তার এই ক্ষেত্রটিতে রবীন্দ্রনাথ এত পিছাইয়া আছেন যে ছফার সঙ্গে তার তুলনা চলে না।
চিন্তার ক্ষেত্রে রবীন্দ্রনাথ আসেনই না, সে কারণে সে তুলনার দরকারই নাই।
ছফার সঙ্গে রবির তুলনা চলে কবিতা, গল্প, উপন্যাস নিয়া।
তাতে রবীন্দ্রনাথ আগাইয়া ছিলেন ও আছেন—ছফার চাইতে।
দার্শনিক বিবেচনায় রবীন্দ্রনাথের ভলিউম ভলিউম সাহিত্যে গান ছাড়া আর কিছুই গুরুত্ববহ না। মাঝারি।
আপনার মতামত লিখুন :