শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৩:৪৭ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনে যে যতো না পুষে রাখে সুখ, শান্তি ও স্বস্তি তাদের বাড়ি চেনে, ঘরে ঢোকে না 

আফজাল হোসেন

আফজাল হোসেন: ব্যাংকক শহরের রোদহীন এক দুপুর। মুখ গোমড়া করে আছে আকাশ। অনেকক্ষণ ধরে হাঁটছি, ট্যাক্সি পাচ্ছি না। অতি ব্যস্ত রাস্তা। অসংখ্য ব্যক্তিগত গাড়ি যাচ্ছে এবং আসছে। কিন্তু একটিও ভাড়া ট্যাক্সির দেখা মেলে না। যদি অল্পসময়ের মধ্যে ট্যাক্সি না পাওয়া যায় বেশ বিপদে পড়তে হবে। বিপদ বা আশঙ্কা হচ্ছেÑ বৃষ্টি আসছে, ভিজে যেতে হবে। গুমগুম করে ডেকে সতর্কবার্তা দিচ্ছে মেঘ। একটা ট্যাক্সির দেখা মিললো। হাতের ইশারায় থামে ড্রাইভার। মনে স্বস্তি আসে। ঝটপট কোথায় যেতে চাই বলে ফেলি, ড্রাইভার হাসে এবং হাত তোলে। হাসিটা কেমন যেন, হাত তুলে কি আমাদের ডাকলো, না যাবে না জানালো বুঝতে পারি না। ট্যাক্সিও ভেতরটায় আলো কম। বুঝতে দু’পা সামনে যাই। এগিয়ে যাওয়াতে ড্রাইভার লজ্জিত হয়। লজ্জার হাসিতে অপরাধবোধ। ডাইনে বায়ে মৃদু হাত নাড়ে। বুঝতে পারি, সে যাবে না। 

বিরক্ত হতে পারলাম না বা মনখারাপও হলো না। অনেকক্ষণ হাঁটার পর যাকে পেয়েছি সে যাবে না বলায় বেজায় অখুশি হওয়ারই কথা। মেঘ ডাকছে, বৃষ্টি নামলে ভিঁজে যেতে হবেÑ এসব বিপদ বা ভয় বেড়ে যাবার বদলে মনের মধ্যে দেখি একটুখানি ভালোলাগা জেগে উঠেছে। হাঁটতে হাঁটতে ভাবতে থাকি, মানুষের আচার ব্যবহার, ভাব ভাষা কতো গুরত্বপূর্ণ। ড্রাইভারের না বলার ধরনে বিনয়, অপরাধবোধ দেখতে পেয়েছি। যেতে পারছে না বলে তাঁকে লজ্জিত কুণ্ঠিত মনে হয়েছেÑ এসবে বিরক্ত হওয়া যায় না, গেলো না মেঘ তখনও ডাকছে। আলো আরও কমেছে। এক ঝলক ঠাণ্ডা বাতাস বয়ে গেলো। বৃষ্টি নেমে যাবে হয়তো সহসাই। সে ভয় হাল্কা হয়ে গেছে বলে আকাশের দিকে আর তাকাচ্ছি না। ভিজে যেতে হবেÑ সে ভয়ে জোরে হাঁটছিলাম, সে গতি কমে গেছে।  একটা মানুষের সামান্য ভালো ব্যবহার, আচরণে কতো কী বদলে যায়। 

হঠাৎই একটা ট্যাক্সি পেয়ে গেলাম। উঠে পড়ি। এই চালকও হেসে বলে, তোমাদের না নিলে তোমরা ভিজে যেতে। বৃষ্টি নেমে গেলো। সে বৃষ্টি উপভোগ্য মনে হতে থাকে। নেতিবাচক-ইতিবাচক বিষয়টা মাথায় ঢোকে। হ্যাঁ এবং না নিয়ে ভাবি। আমাদের জীবনে না মানুষ, না করা মানুষের শেষ নেই। যেকোনো কাজের প্রয়োজনে, ইচ্ছায় হ্যাঁ শোনার সৌভাগ্য হয় খুবই কম। না বা অসম্মতি জানানো হয় রূঢ়ভাবেÑ যেন না শুনে গ্লানি, অপমানবোধে ভুগতে হয়। নেতিবাচক, না করা মানুষেরা মনে করেÑ হ্যাঁ তে দাম কমে, না এ সম্মানবৃদ্ধি হয়। জীবনে যে যতো না পুষে রাখে সুখ, শান্তি ও স্বস্তি তাদের বাড়ি চেনে, ঘরে ঢোকে না। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়