শিরোনাম
◈ যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ছে! ◈ মিরপু‌রে আজ সন্ধ‌্যায় সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলাদেশ-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ ১০৪ রানের বড় জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিত‌লো বাংলাদেশের যুবারা ◈ প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির ◈ ফ্রান্স সেনা প্রত্যাহার করায় ৬৫ বছর পর মুক্ত হ‌লো সে‌নেগাল, আর কোনো ঔপনিবেশিক শক্তির আনুগত্য নয় ◈ নির্বাচন নিয়ে বড় চ্যালেঞ্জে ইসি ◈ খেলা দেখ‌তে স্টে‌ডিয়া‌মে খাবার নিয়ে ঢুকতে পারবেন দর্শকরা ◈ র‌মিজ রাজা ও আ‌মির সো‌হেল ধারাভাষ‌্য দে‌বেন বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩, ০৩:১৭ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৩, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ণিমাকে ধন্যবাদ দিলেন রুবেল

আশিক নূরী : ঢালিউড সুপারস্টার রুবেল বলেন, কয়েকদিন আগে আমার সঙ্গে পূর্ণিমার ফোনে কথা হয়েছিলো। আমিই পূর্ণিমাকে ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পর, ও আমাকে সালাম দিলো। আমি বললাম, ধন্যবাদ পূর্ণিমা। বাংলাদেশের তুমিই একমাত্র নায়িকা যে বলেছিলো, রুবেল কী! তাছাড়া আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আর্টিস্টের মুখে রুবেল কী, সেটা কোনোদিন শুনিনি। পূর্ণিমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনা দৃষ্টিতে স্টার কে কে? সেখানে আমার নামটি বলেছিলো। 

আমার নেশা হচ্ছে কারাতে। ৩৬২ দিন আমি প্র্যাক্টিস করি। আর এই ৩৬২ দিনে নামাজ, কোরআন পড়া ও এ ঘণ্টা প্র্যাক্টিসÑ এই তিনটা জিনিস আমার মাস্ট। ফোন আমার একটা বাজে অভ্যাসের মধ্যে পড়ে। আমার অন্য কোনো বাজে অভ্যাস নেই। আমি আমার জীবনেও মত, গাঁজা, বিয়ার, শিশা এবং কেউ বলতে পারবে না যে, রুবেলকে সিগারেট খাইতে দেখেছি। কিন্তু একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো আমি সাতটা মোবাইল ব্যবহার করি। আমার কাছে মনে হয়, সাতটা ফোন হাতে নিলে রুবেলের হাত রুবেলের হাত মনে হয়। অনেকসময় দেখা যায় হয়তো দুটো ফোন খুলেছি, চারটা ফোন খুলতেই খেয়াল নেই। ফোনের ব্যপারে আসলে টোটালি একটি বাজে অভ্যাস। এটার পেছনে প্রেম-টেম করার কোনো বিষয় নেই। কোনো হিরোইনের সঙ্গে কথা বলার কোনো কিছু নেই। আমি একটি কথা প্রাউডলি বলতে পারি, বাংলাদেশের কোনো আর্টিস্টেকেই সবসময় ফোনে পাওয়া যায় না, একমাত্র আমাকে পাওয়া যায়। ডেইলি স্টারে আমি একটি ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি আমার গ্রামীণ ও রবি নম্বরটি বলে দিয়েছিলাম! সারাবিশ্ব থেকে সেই নম্বরটি জানে। আমার মনে হয়, বাংলাদেশে কেউ সাহস করবে না, তার নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দিতে। আমি দিয়েদিয়ে ছিলাম। সূত্র : দেশ টিভির ভিডিও কনটেন্ট থেকে শ্রুতিলিখন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়