শিরোনাম
◈ প্রশিক্ষণ ফ্লাইট কেন ঢাকায়? যা বলছেন বিশেষজ্ঞরা ◈ প্রবাসে বাংলাদেশের গর্ব: নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা হলেন শরীয়তপুরের ইউসুফ রানা ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ ◈ ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগ ◈ নির্বাচনে পরাজয় সত্ত্বেও জাপানের প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে চান না ◈ আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ১ মিনিট নিরবতা, সবার বাহুতে থাকবে কালো ব্যাজ ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে এ দাবি সঠিক নয় ◈ মাইল‌স্টোন ক‌লেজ ক‌্যাম্পা‌সে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের ◈ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৩, ০২:৫৪ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২৩, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরি ধানের উদ্ভাবক হরিপদ কাপালীর প্রয়াণ দিবস 

পাপ্পী আয়ান : [১] হরিপদ কাপালী বাংলাদেশের একজন কৃষক, যিনি হরি ধানের উদ্ভাবক। ১৯৯৬ সালে ধানের নতুন যে জাত তিনি উদ্ভাবন করেন, সেটিই পরে তাঁর নামে হরি ধান পরিচিতি পায়। [

২] হরিপদ কাপালী ১৯২২ সালের ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহের সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম কুঞ্জু লাল কাপালী এবং মায়ের নাম সরোধনী।

[৩] হরিপদ কাপালী নিজের ইরি ধান ক্ষেতে একটি ব্যতিক্রমধর্মী ধান গাছ দেখে সে ধানটিকে আলাদা করে রাখেন। এরপর বীজ সংগ্রহ করে ১৯৯২ সালে নিজের ক্ষেতে এ ধান আবাদ করেন তিনি। পরে এই ধানের আবাদ সারা দেশেই ছড়িয়ে পড়ে। ১৯৯৪ সালের দিকে ঝিনাইদহসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে নাম পরিচয় বিহীন এক জাতের ধানের আবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে নিজের উদ্ভাবিত এ ধানের নামকরণও হরিপদ কাপালীর নামে হরি ধান করা হয়। এই ধান উদ্ভাবনের জন্য হরিপদকে বাংলাদেশের বিভিন্ন কৃষি সংগঠন সম্মাননা ও পুরস্কার দেয়।

[৪] হরিপদ স্থানীয় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণস্বাস্থ্যকেন্দ্র, ঢাকা রোটারি ক্লাবসহ বিভিন্ন সংস্থা থেকে প্রায় ১৬টি পদক পেয়েছেন। হরি ধানের এই উদ্ভাবক ২০১৭ সালের ৬ জুলাই ঝিনাইদহের আসাননগর গ্রামে প্রয়াত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়