শিরোনাম
◈ নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা ◈ ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, ৪ বছরে উন্নয়নে বরাদ্দ সর্বনিম্ন ◈ গাজীপুরে হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই তিন বসতঘর ◈ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক-ইউটিউবে কথা বললেই গ্রেপ্তার! ◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার ◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০১:৫২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কড়া অবস্থান, বিএনপি মরিয়া ভূমিকা!

ফজলুল বারী

ফজলুল বারী: [২] অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া অবস্থান নেবার পর বিএনপি মরিয়া ভূমিকায় নেমেছে। জো বাইডেনের কাছে আবেদন করিয়েছে যাতে জাতিসংঘ বাহিনীতে বাংলাদেশের সেনা পুলিশ সদস্যদের না নেয়। রবিবার কান্না করতে গিয়েছিলো ঢাকার জাপানি রাষ্ট্রদূতের কাছে। আরে ব্যাটারা জাতিসংঘ বাহিনীতে বাংলাদেশকে নিয়েছে দক্ষ পেশাদার লোকজনকে কম টাকায় পায় বলে। এই টাকায় আমেরিকা-অস্ট্রেলিয়ার লোকজন কাজ করতে রাজি হবে না। আর এই নিয়োগ দেন জাতিসংঘ মহাসচিব। জো বাইডেন নন। দেশের বিরুদ্ধে অবস্থান নেবেন না। এর মাশুল সহ্য করতে পারবেন না। 

[৩] জাতিসংঘ বাহিনীর টাকা দেশে আসে। গাজীপুরে সিটি নির্বাচনে ব্যাপক ভোটার দেখে মরিয়া হয়ে এখন এরা বরিশাল সহ নানান জায়গায় দলের লোকজনকে বহিষ্কার করছে। এভাবে পাঁচটা বছরের জন্য দলের নেতাকর্মীদের বিভিন্ন শহর থেকে নিজেরাই নো হোয়ার করে দিচ্ছেন? নো হোয়ার কিন্তু আপনারা হবেন। কারণ আপনারা বঙ্গবন্ধু আর গ্রেনেড হামলার হত্যাকারী। দশ ট্রাক অস্ত্রের চোরাকারবারী। শেখ হাসিনার অটল চৌকস নেতৃত্বের আশেপাশে দাঁড়ানোর কোনো বিকল্প আপনাদের চৌদ্দগোষ্ঠীতে নেই। 
[৪] ফেসবুকে একটা ভিডিও দেখলাম, আমেরিকা নিষেধাজ্ঞা দিলে নাকি দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবে। হাজার হাজার লোক না খেয়ে মরবে। আরে ভাই, আমাদের গার্মেন্টস পণ্য কি তারা সখে বা দয়া করে নেয়? সবচেয়ে সস্তায় পায় বলে নিতে চায়। রানা প্লাজার ঘটনার পর নানান সংস্কারের কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বদনামও আগের চেয়ে কম। এর পাশাপাশি চীন, ভিয়েতনামের তৈরি পোশাকের দাম বাংলাদেশের চেয়ে বেশি। বিদেশে আমরা শ্রমিক হিসাবেও সস্তা। মার্কিন জুজু দেখানো এমন লোকজন পদ্মা সেতুর সময়ও নাজিল হয়েছিলো। তাদের কথা শুনলে কি পদ্মা সেতু হতো? মুক্তিযুদ্ধের সময়ও এমন নানান বয়ান হয়েছে। 

[৫] সব ভয়ডর সামাল দিয়ে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজ যত উচ্চ দ্রব্যমূল্য, বিদ্যুৎ সংকট থেকে শুরু করে সবকিছুর মূলেও আমেরিকা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাইজ করতে অস্ত্র ব্যবসা করে যাচ্ছে মার্কিনিরা। যুদ্ধ থামাতে দিচ্ছে না। তাদের নিষেধাজ্ঞার যাতাকলে পড়ে বিশ্বজুড়ে বাংলাদেশের মতো দেশগুলো সামাল দিচ্ছে বিরূপ এক অর্থনৈতিক যুদ্ধ। জাগো প্রিয় প্রজন্ম। 
লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়