আরিফ জেবতিক: বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের বৈষম্যহীনভাবে একই ধরনের নিরাপত্তা সুবিধা দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতের রাষ্ট্রদূতদের পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। বিষয়টি শুনতে সুন্দর যে সব রাষ্ট্রদূতদের সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু বাস্তবে সবাই সমান হলেও কেউ কেউ বেশি সমান, এটি অস্বীকার করার কিছু নেই। পুলিশি এসকর্টের এই বিশেষ গাড়িটি আসলে অনেকটাই সম্মান প্রদর্শনের মতোই। সেটি প্রত্যাহার করে সরকার আসলে কী বার্তা দিতে চাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে, এর সঙ্গে আগামী নির্বাচন কোনোভাবে সম্পৃক্ত। সরকার মেসেজ দিতে চাচ্ছে যে, বিদেশি রাষ্ট্রদূতদের আগামীতে বেশি গুরুত্ব দেওয়া হবে না। প্রশ্ন হচ্ছে সত্যিই যদি সরকার এই অবস্থান নেয়, সেটির প্রতিক্রিয়া কি সরকারের জন্য শুভ হবে? লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট