আবু রুশদ: বেশ ক’বছর আগের কথা। চীন সফরে গিয়েছি। সেমিনারে হাউকাউ চলছে। রাতে দীর্ঘদিনের পরিচিত চীনা বন্ধু বেইজিংয়ের এক বিখ্যাত রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেলেন। সেখানে সন্ধ্যায় চমৎকার বেলি ড্যান্স শো হয়। বহু ট্যুরিস্ট আসেন নাচ দেখতে ও সুস্বাদু মধ্য এশিয় খাবার খেতে। জিনজিয়াংয়ের কোনো এক ব্যবসায়ীর মালিকানাধীন ওই রেস্টুরেন্টেটি। যারা নাচে তারা ঠিক চীনাদের মতো নয়, তাজিকিস্তান/উজবেকিস্তানের মেয়েদের মতো দেখতে। জম্পেশ সুন্দরী। খাবার মেন্যু ঘেঁটে দেখছে আমার বন্ধু। সুদৃশ্য মেন্যুকার্ড থেকে মাথা উঠিয়ে জানতে চাইলো, ফ্রেন্ড তোমাকে একটা অত্যন্ত দামি ও বিশেষ আইটেম খাওয়াতে চাই। কী? আমার জিজ্ঞাসু দৃষ্টি। অক্স পেনিস অ্যান্ড টেসটিকেল! সোজা বাংলায় ষাঁড়ের লিঙ্গ ও অন্ডকোষ। ব্যাটা বলে কী? হতবাক হয়ে গেলাম। ওসব কী খাওয়ার জিনিস? বিশেষ জিনিস। বললো বন্ধুটি।
সে ঝটপট জানাল যে, ওগুলো খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক দাম। আমার ক্ষমতা বাড়িয়ে কাজ নেই, আমি তো দেশ থেকে অনেক দূরে, বেইজিংয়ে। তুই খা। বন্ধুটি ষাঁড়ের ওই বিশেষ অঙ্গ সংশ্লিষ্ট খাবার চপচপ করে খেল। ষাঁড় কতোকিছুই না মানবজাতিকে দান করে। ষাঁড় কতোই না মহৎ। কতো ক্ষমতা বাড়ায়। ষাঁড় এবং ষাঁড়! ফেসবুক থেকে