শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত বাণিজ্য: টানাপড়েনের মধ্যেও বহমান আন্তঃনির্ভরতা ◈ পলাতক আ.লীগের নেতাদের জমি বিক্রির হিড়িক: টাকা পাচার হচ্ছে দুবাই, কানাডা, ইউরোপে! ◈ সরকারের নতুন আয়কর প্রস্তাব: নতুনদের জন্য ছাড়, উচ্চ আয়ের জন্য কর হার বাড়ছে ◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি ◈ পাহাড়ধস ও জলাবদ্ধতার সতর্কতা, ১১ জেলায় বন্যার শঙ্কা ◈ অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩, ০২:১৭ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৩, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দালাই লামা, ‘চুম্মাই’ লামা!

মিরাজুল ইসলাম

মিরাজুল ইসলাম: ২০২৩ সাল। ফেব্রুয়ারির শেষ সপ্তাহের ঘটনা। তিব্বতের ধর্মগুরু দালাই লামার নির্বাসিত স্থান ভারতের ধর্মশালায় ‘এমথ্রিএম’ ফাউন্ডেশনের একশো জন কৃতী ছাত্রদের সংবর্ধনা দেয়া হচ্ছিলো। এরা সবাইবালক বয়সী। আগত ছাত্রদের মধ্যে এক ছাত্র ইচ্ছে পোষণ করলো মঞ্চে বসে থাকা ৮৭ বছরের প্রবীণ পবিত্র আত্মার সঙ্গে মোলাকাতের। হে কুন্দুন, আমি কি আপনাকে আলিঙ্গন করতে পারি? অবশ্যই। আলিঙ্গনরত বালককে দালাই লামা মিষ্টি হেসে বললেন, চাইলে আমার গালে চুমু খেতে পারও। বালকটি দাদুর গালে চুমু দেবার মতো করে আলতো চুম্বন দিলো। তিব্বতী কায়দায় মাথায় মাথা ঠুকে কাছে টেনে নিলেন। এরপর বর্ষীয়ান জ্ঞানী লামা তাঁর ঠোঁট দেখিয়ে বললেন, এইবার এখানে দাও।

স্পিলবার্গের ইণ্ডিয়ানা জোনসের ‘রেইডারস অব দ্যা লস্ট আর্ক’ সিনেমার স্টাইলে বালকটি দালাই লামার উষ্ঠে চুম্বন করতে বাধ্য হলো। কারণ সে তখন দালাই লামার কাছে বন্দী। উষ্ঠে চুম্বনপর্বের ঠিক ওই মুহূর্তে ফিসফিস করে দালাই লামা বালককে হাসিমুখে বললেন, এবার আমার জিহবা চুষে দিতে পারবে? ক্যান উ সাক মাই টাং? বিব্রত ভঙ্গিতে ঝটকায় বালকটি তার মাথাটা সরিয়ে নিলো। দালাই লামা হে হে করে হাসতে হাসতে বললেন, আরে আমি তো মজা করলাম। তারপর গম্ভীর হয়ে বালকটিকে পৃথিবীতে শান্তির জন্য কাজ করার পরামর্শ দিতে থাকলেন। বালকটির মাথায় তখন কিছুই ঢুকছিলো না। কারণ সারা পৃথিবীতে সেই চুমাচুমির ভিডিও ততোক্ষণে ছড়িয়ে পড়েছে, এমনকি মাইক্রোফোন অন থাকায় দালাই লামার কথোপকথনও সবাই শুনে ফেলেছে।

এখন অবশ্য লামা সেই ঘটনার জন্য গভীর দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তাঁর মুখপাত্ররাও বলছে দালাই লামা প্রায় এমন নির্দোষ মজা করে থাকেন। কোনো অসৎ উদ্দেশ্য তাঁর অন্তরে কখনো ছিলো না। ঘটনাটি জানার পর মুহূর্তে দালাই লামা’কে নিয়ে নির্মিত ‘কুন্দুন’ এবং ‘সেভেন ইয়ারস ইন তিব্বত’ সিনেমা দুটোর কথা মনে পড়ে গেলো। সেখানে মাথায় মাথা ঠেকিয়ে তিব্বতী কালচারে প্রিয়জনকে সম্ভাষণ ও বিদায়ের রেওয়াজ মনে দাগ কেটেছিলো। কিন্তু দালাই লামার ধর্মীয় নিঃসঙ্গতা এতোটা ভয়াবহ হয়ে উঠবে তা ভাবতে পারিনি। লেখক ও চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়