রউফুল আলম: কেউ যদি ক্ষমতা দেখায়, পাশ কাটিয়ে যাও। তুমি বেঁচে থাকতেই হয়তো দেখবে, সে তোমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। গায়ের শক্তি দেখানো বহু মানুষকে দেখেছি, চল্লিশ পার না হতেই নিঃস্তেজ হয়ে গেছে। উঠে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়েছে। অথচ যখন গায়ে শক্তি ছিলো, কাউকে রেসপেক্ট করেনি। এখন তাকে রেসপেক্ট করার জন্য কেউ নেই। টাকার গরমে ধরাকে সরা মনে করা অনেককেই দেখেছি। সকালে আমির ছিলো, সন্ধ্যায় ফকির হয়ে গেছে। চোখের সামনে এমনও পরিবার দেখেছি, যারা হয়তো ঠিকমতো খেতে পায়নি, কিন্তু একসময় কোটি টাকার মালিক হয়েছে। আবার দেখেছি, বহু পরিবার সম্পদ হারিয়ে শূন্য হাতে ঘুরে বেড়াচ্ছে।
কখনো কখনো দেখে ও শুনে এড়িয়ে যাও। জবাব দিলেই সবসময় জয়ী হওয়া যায় না। শুনে হজম করতে পারলেই অনেক সময় জয়ী হওয়া যায়। পৃথিবীর প্রতিটা মানুষের একজন আপনজন থাকে। সেটা হলো নিজের আত্মা। আত্মার সঙ্গে বন্ধুত্ব করও। কথা বলো। আড্ডা দাও। আনন্দ করও। যে অন্যের পরিচয়ে নিজেকে শক্তিশালী করতে চায়সে মূলত দুর্বল। তাকে এড়িয়ে যাও। তার কাছ থেকে কিছুই পাবে না। কারণ সে নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারেনি। আত্মপরিচয়ে বড়ো হও। সবসময় কঠিন সময়ের জন্য নিজেকে তৈরি রাখো। কৃতজ্ঞতা, বিনয়, রেসপেক্ট এই তিন জিনিস ধারণ করলে মানুষ কঠিন সময়কেও সহজে পার করতে পারে। লেখক: গবেষক। ফেসবুক থেকে