শিরোনাম
◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৩, ১২:২৮ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম আলোর এডিটরিয়াল লিডারশিপে নিউজরুমের লোকজন যেতে পারলেন না কেন?

গাজী নাসিরউদ্দিন আহমেদ

গাজী নাসিরউদ্দিন আহমেদ: প্রথম আলো ও এন্টি প্রথম আলো ডামাডোলের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন জাহিদ নেওয়াজ খান জুয়েল ভাই। তিনি বলছেন, প্রথম আলোর ঘটনাটা মিডিয়ার সামনে, এমনকি লিখেও পরিষ্কার করে বলতে পারেননি পত্রিকাটির দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ কর্মকর্তা। তিনি নামোল্লেখ করেছেন নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের। তারা মূলত কবি ও সাহিত্যিক। নিউজরুমের লোক নন। জুয়েল ভাই বলেছেন, হাতে কলমে  নিউজে কাজ করার অভিজ্ঞতা আছে এমন একজন প্রথম আলোতেই ঘটনাটার সঠিক চিত্র তুলে ধরে লিখেছেন। তার নাম, নাদিম মাহমুদ। 

প্রবাসী গবেষক নাদিম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই রিপোর্টিং করেছেন। এমনকি জাপানে পিএইচডি করার সময়ও রিপোর্টিংয়ের প্যাশন তিনি ছাড়তে পারেননি। কথা নাদিমকে নিয়ে নয়। প্রশ্ন হলো, প্রথম আলোর এডিটরিয়াল লিডারশিপে নিউজরুমের লোকজন যেতে পারলেন না কেন? মতিউর রহমানের নিজেরও সরাসরি নিউজরুমে কাজ করার অভিজ্ঞতা নেই। দেশের সবচেয়ে বড় সংবাদপ্রতিষ্ঠানের শীর্ষ তিন ব্যক্তিই সংবাদ সংগ্রহ, রচনা, সম্পাদনা ও প্রকাশের অভিজ্ঞতাহীন। কেন এমন হলো? আমাদের রাজনৈতিক নেতারা যেমন প্রশ্নহীন আনুগত্য চান, মতিউর রহমানও তেমনি প্রশ্নহীন আনুগত্য চান। পেশাদারিত্বের কথা বলেন বিজ্ঞাপন হিসেবে। আসলে পেশাদারিত্ব নেই। সমস্যা হচ্ছে, বাংলাদেশে বাকিরা আরও বেশি অপেশাদার। এই যে আনিসুল হক একটা লেখা লিখলেন, তার কোনো ফোকাস নেই। কোনো আর্গুমেন্ট নেই। কান্নাকাটি ছাড়া কোনো এডিটরিয়াল স্ট্যান্ড নেই। 

পুনশ্চঃ প্রথম আলোর গ্রেপ্তারকৃত সাংবাদিকটির আইনত দোষ করার সুযোগ নেই। ফটোকার্ডটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যে সরিয়ে নেওয়ায় মতিউর রহমানকেও জুডিশিয়াল প্রসেসে আটকানো সম্ভব না বলে আমার মনে হয়। আশা করি, তিনি জামিন পাবেন। এই আইনটি থেকে সাংবাদিকদের রেহাই দিন। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়