শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৪৬ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেহারা, হাসি, সৌন্দর্য ও প্রশংসা

আহসান হাবিব

আহসান হাবিব: [১] যাদের চেহারা খারাপ, তাদের হাসিটা সুন্দর করে দেয় ঈশ্বর। এটাই ঈশ্বরের লীলা। আবার যাদের চেহারা খুব ভালো তাদের হাসিটা একদম বাজে করে দেয়। ঈশ্বর এখানেও তার লীলা খাটায়। ব্যতিক্রম কিন্তু আছে। আমার মতো বাজে চেহারার লোককেও লোকে কখনো কখনো বলে, আপনার হাসিটা সুন্দর। কদাচিৎ কোনো নারীও হাসির প্রশংসা করেছেন। আমি তো লজ্জায় লাল হয়ে উঠি, কিন্তু কেউ এই রঙটা দেখতে পায় না, কারণ সবাই জানে আমার কৃষ্ণত্বক তা ঢেকে ফেলে। 

[২] অনেক বছর আগে আমাদের বাসায় দু’জন অতিথি এসেছিলেন। একজন পুরুষ একজন নারী। পুরুষটি অসাধারণ সৌম্য কান্তিমান, নারীটি আশ্চর্যরকম বাজে চেহারার। আর গায়ের রঙ আমার চেয়েও কৃষ্ণকায়। না, আমি সৌন্দর্যকে রং দিয়ে দেখি না, সৌন্দর্য আমার কাছে ডিজাইনের সুসামঞ্জস্য। রঙের কথা বললাম স্রেফ আমার সঙ্গে মিলের কারণে। 

আমি আবার সুন্দর না হলে কথা বলার আগ্রহ পাই না। যদিও এই মানদণ্ডে আমার সঙ্গে কারও কথা বলার কথা নয়, কিন্তু এটাও ঈশ্বরের লীলা, সবাই আমার মতো নয়। তো, একসময় ওই নারীটি কথা বলে উঠলেন। কথা বলার সঙ্গে সঙ্গে মনে হলো আমার শ্রবণেন্দ্রিয়ে কে যেন পৃথিবীর শ্রেষ্ঠ সংগীতটি ঢেলে দিলো। আমি তার কণ্ঠস্বর এবং বাচনভঙ্গিতে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লাম এবং যতো সময় যেতে লাগলো মনে হলো এই নারীটির চেয়ে সুন্দর নারী পৃথিবীতে আর একজনও নেই। পুরুষটি যেই মুখ খুলেছেন, মনে হলো এমন আগলি ম্যান আর একজনও নেই। আমি সেই নারীটির প্রেমে পড়ে গেলাম। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়