শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৫২ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিরো আলম ইলেকশনে উইন করবে!

শোয়েব সর্বনাম

শোয়েব সর্বনাম: হিরো আলম ইলেকশনে উইন করবেন। এর পেছনে মনস্তত্ব হইল, সফলদের সকলে সমর্থন দিয়ে থাকে। হিরো আলম লোকেদের যতই অস্বস্তির কারণ হয়ে থাকুক না কেন, তার প্রতিটা পদক্ষেপে প্রস্তুতি ও সাফল্য আছে। লোকটার সাফল্যের বিস্তারিত নিয়ে আমি আগেই লিখছি। আমি তার সিরিয়াস ফলোয়ার। ইলেকশনের প্রস্তুতি হিসেবে আমি লক্ষ্য করে দেখলাম, হিরো আলম বেশকিছু তোষামদকারীও জোগাড় করে ফেলছেন। চক্রাবক্রা জামা পরে চুলে খয়েরি রঙ করে তারপরে সে ফিল্মে নামছিল। এখন পাঞ্জাবি কোট পরে পলিটিক্সে চলে আসছে। হেয়ার কালার ব্ল্যাক। তার চশমার ফ্রেমটার পেছনেও চিন্তা আছে। 

ক্যাম্পেইন করতে গিয়ে হিরো আলম ডাল দিয়ে ভাত খাচ্ছে ওই ভিডিওটার ভিউ কয়েক ঘণ্টায় দশ লক্ষ ছাড়ায়ে গেছে। উদ্যমী এ নেতার নির্বাচনী প্রচারণা দেখে আমি মুগ্ধ। তার কোটের উপরের দিকে দুই সাইডের বোতাম আর বোতামের ফুটার স্পেস সমান্তরালে নাই। উঁচা-নিচা। ভিত্রের দিকে গেটিস মেরে ওইটার ভাজ ঠিকঠাক রাখা হইছে মনে হয়। আমার সন্দেহ, এজ এ কালচারাল ফিল্ডের লোক, টেকনোলোজিতে দক্ষ, স্মার্ট জেনারেশনের এই নেতা পদাধিকারবলে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো না কোনো ডিজিটালমার্কা উপকমিটির প্রধান হয়ে বসে থাকবে। অনন্ত জলিল তারে আবার সিনেমায় ডাকবে। শিল্পি সমিতির উপদেষ্টা পরিষদেও তারে হাসিমুখে দেখা যেতে পারে। 

আরও দেখা গেলো, ওইসকল সেক্টরে আবজাব করে নিয়ম বানায়ে দিবে যে দেশের সকল ডিশ ব্যবসায়িদের তার চ্যানেলটা সারাদিন বাই ডিফল্ট দেখাইতে থাকতে হবে। তার আগে অবশ্যই তরে জনগণের ভোটে পাস করে এসেম্বলিতে হাজিরা দেওয়া কর্তব্য। আমি সংশ্লিষ্ট এলাকার ভোটারদের কাছে হিরো আলমের পক্ষ নিয়া  ভোট ও দেশবাসীর কাছে দোয়া চাই। লেখক: কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়