বাতেন মোহাম্মদ: আর্জেন্টিনা যদি শেষ ম্যাচ পোল্যান্ডের সঙ্গে জিতে যায় তাহলে রাউন্ড অব সিক্সটিনে তারা গ্রুপ চ্যাম্পিয়ান হিসাবে ডি গ্রুপের রানার আপের সাথে খেলবে। সেই ক্ষেত্রে তাদের বিপক্ষ দল হবে অস্ট্রেলিয়া অথবা ডেনমার্ক। সেই ক্ষেত্রে কোয়াটার ফাইনালে যাওয়া অনেক সহজ হবে।
কিন্তু যদি পোল্যান্ডের সাথে ড্র করে তাহলে পোল্যান্ড হবে গ্রুপ চ্যাম্পিয়ান। সেই ক্ষেত্রে আর্জেন্টিনার খেলা হবে ফ্রান্সের সাথে। ফ্রান্সের এই দলের সাথে আর্জেন্টিনা জিতবে এটা কড়া অন্ধ সমর্থকও বিশ্বাস করে না, যদি না মেসি অতিমানবীয় কিছু করে ফেলে। তবে আর্জেন্টিনা যদি পোল্যান্ডের সাথে হেরে যায় তাহলে এই বিশ্বকাপ তাদের শেষ। তাই বিশ্বকাপ জার্নি বজায় রাখতে শেষ ম্যাচ আর্জেন্টিনাকে জয়ী হতেই হবে।
তবে ড্র করলেও কথা থাকে। যদি শেষ ম্যাচে সৌদি আরব মেক্সিকোকে হারিয়ে দেয় তবুও আর্জেন্টিনার জার্নি শেষ। কিন্তু সৌদি যদি মেক্সিকোর কাছে হেরে যায় আর আর্জেন্টনা ড্র করে তাহলে মেক্সিকো ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হলেও হেড টু হেড হিসাবে আর্জেন্টনা সেকেন্ড রাউন্ডে যাবে। মাথা কাজ করছে না, এত জটিল সমীকরণে দেশটা সবসময় তার সমর্থকদের ফেলে দেয় যে, গণিতে ৩৩ পাওয়া সমর্থকটাও এই একমাস নিউটন হয়ে উঠে। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :