শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০২:১৬ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুটি প্রভাবশালী সংবাদ মাধ্যমকে শত্রু বানিয়ে বিএনপির ক্ষতি ছাড়া উপকার হচ্ছে না

মুশফিক ওয়াদুদ

মুশফিক ওয়াদুদ: মাঝে মাঝেই বিএনপি এবং জামায়াতের নেতা, কর্মী, সমর্থক এবং বুদ্ধিজীবী এবং সরকারের সমালোচকদের প্রথম আলো/ডেইলী স্টার বিরোধী ক্যাম্পেইন দেখি। এর পেছনে কি উদ্দ্যেশ্য সেটা আমি ঠিক বুঝতে পারি না। প্রথম আলো এবং ডেইলি স্টার বিরোধী এ ন্যারেটিভ দল দুটির কোনো উপকার করে না। প্রথম আলো আর ডেইলি স্টার ভালো কি খারাপ, ভালো সাংবাদিকতা করে কি করে না সেটা অন্য আলাপ। কিন্তু কৌশলগত দিক দিয়ে প্রথম আলো/ডইলি স্টার বিরোধী ন্যারেটিভ দিয়ে দল দুটির কোনো অর্জন এ মুহূর্তে সম্ভব না। ধরেন, এর নেতা কর্মী আর বুদ্ধিজীবীরা এই দুটি পত্রিকার কর্তৃত্বের অবসান চান এই ন্যারেটিভ দিয়ে। সেটা কি সম্ভব? আমি মনে করি এমন কি বিএনপি ক্ষমতায় আসলেও এ দুটি পত্রিকার কর্তৃত্বের অবসান খুব সহজ না। অন্তত আগামী ১০ বছর এ দুটি পত্রিকার কোনো প্রতিদ্বন্দ্বী আমি দেখি না। 

দ্বিতীয় একটি লক্ষ্য হতে পারে, চাপ তৈরি করে এ দুটি পত্রিকাকে আরো সরকারবিরোধী বানাইতে চাওয়া। কিন্তু এইটাও আসলে অসম্ভব। এঁরা এঁদের  নিজস্ব এজেন্ডা অনুযায়ী চলে। যখন নিজেদের দরকার হবে তখন কোনো চাপ ছাড়াই সরকার বিরোধী হবে। বিরোধী দলের প্রায় সব ন্যারেটিভই এই দুটি পত্রিকার তৈরি করা। স্যোশাল মিডিয়ায় বিরোধী দলের বেশিরভাগ নেতা র্কী দের বেশিরভাগ আলোচনা আসলে প্রথম আলোর সংবাদকে ঘিরেই। কৌশলগতভাবে বিএনপির এটি ভুল একটি পলিসি। এখনও ট্রাডিশনাল মিডিয়াই এজেন্ডা তৈরি করে। ট্রাডিশনাল মিডিয়ার কাজ স্যোসাল মিডিয়ার পক্ষে সম্ভব না। দুটি প্রভাবশালী সংবাদ মাধ্যমকে শত্রু বানিয়ে বিএনপির ক্ষতি ছাড়া উপকার হচ্ছে না বলেই আমার মনে হয়। লেখক ও গবেষক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়