শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২২ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বঘোষিত শিষ্যের গুরুদক্ষিণা: অবিশ্বস্ততা!

মাসুদ রানা

মাসুদ রানা: একজন অনুজ প্রতিম স্নেহভাজন, যে আমাকে ‘গুরু’ সম্বোধন করে, আজ আমাকে গুরুদক্ষিণা দিয়েছে তার সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটিয়ে, যার শিক্ষা আমি তাকে কখনও দিইনি। হিজাব আরোপণের বিরুদ্ধে ৬টি বাক্যে লিখিত আমার গতকালের পৌস্টের তৃতীয় বাক্যটি ছিলো ‘আরোপিত হিজাবে বন্দিনীর চেয়ে প্রকৃতিতে স্বাধীন নগ্ন নারী অনেক বেশি  সাবলীল, সুন্দর ও মর্য্যাদার।’ স্বঘোষিত শিষ্যটি আমার সমালোচনা করে একটি পৌস্ট দিয়েছে ঐ বাক্যটির মাথা কেটে শুধু লেজটি উপস্থাপন করে। সে তার সমালোচনা শুরু করেছে এভাবেঃ "একজন শ্রদ্ধাভাজন লিখেছেন- ‘প্রকৃতিতে স্বাধীন নগ্ন নারী অনেক বেশি সাবলীল সুন্দর ও মর্যাদার।’ 
হয়তো যেমনটি আশা করা হয়েছিলো, যথারীতি নারী-স্বাধীনতার বিরুদ্ধবাদীরা আমার (নাম অনুল্লিখিত) বিরুদ্ধে মনের ঝাল মিটিয়ে খিস্তি করেছে এবং প্রশংসামূলক বিশেষ সহযোগে ঐ মিথ্যার বেসাতির সমর্থন করেছে, যদিও একজন উল্লেখ করেছে যে, পুরো বাক্য না লিখে অংশবিশেষ দিয়ে পৌস্ট দেওয়াটি ঠিক হয়নি।
যাহোক, ফেইসবুকে প্রকাশিত আমার পৌস্টটি এখনও আছে, যার বাক্যগুলো পাঠকদের জন্যে নীচে হুবহু তুলে ধরছিঃ ‘যে-হিজাব পরিহিত নয়, আরোপিত, সে-হিজাব অশ্লীল। মানুষের স্বাধীনতাহীনতার চেয়ে বড়ো নিঃস্বতা, নগ্নতা ও অশ্লীলতা আর নেই!’ আরোপিত হিজাবে বন্দিনীর চেয়ে প্রকৃতিতে স্বাধীন নগ্ন নারী অনেক বেশি  সাবলীল, সুন্দর ও মর্য্যাদার। আরোপিত হিজাব পুড়িয়ে ফেলো। হিজাব পরা কিংবা না-পরা, মানুষ হিসেবে তোমার স্বাধীনতা। স্বাধীনতা ক্ষুণ্ন হলে, এর বিরুদ্ধে বিদ্রোহ করো। বিদ্রোহ তোমার মানবাধিকার।
দুঃখজনকভাবে, স্বঘোষিত শিষ্যটি আমার লেখার শুধু কণ্টেক্সটই বাদ দেয়নি, মাঝখান থেকে একটি বাক্য তুলে এনে ওপর সুকৌশল অস্ত্রোপচার করে এর মাথা কেটে বিকৃত দেহটি প্রকাশ করেছে। এটি হচ্ছে পেছন থেকে ছুরিকাঘাত করার মতো অবিশ্বস্ততা তথা বিশ্বাসঘাতকতা। গুরুমারা চ্যালাটি যদি আমার লেখার নীচে এসে সমালোচনা করতো, আমি তাকে স্বাগত জানাতাম এবং এখনও জানাবো। কিন্তু সে তা না-করে আমার কথাকে বিকৃত করে সমালোচনামূলক পৌস্ট দিয়ে সে শুধু আমার প্রতি অবিশ্বস্ততারই পরিচয় দেয়নি, সে নিজেকেও সত্য-বঞ্চিত ও অপমানিত করেছে। তার প্রতি আমার অনুরোধ থাকবেঃ সমালোচনা করো কিন্তু মিথ্যা ও জালিয়াতির আশ্রয় নিয়ে তা করো না! সততার সাথে সমালোচনা করো, শুধু ধন্যবাদ নয়, কৃতজ্ঞতাও জানাবো। লণ্ডন, ইংল্যাণ্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়