শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:২০ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকরা ফেডারেশনের নেতাদের বক্তব্য শোনার আগ্রহ নিয়েই সংবাদ সম্মেলনে গিয়েছিলেন?

শওগাত আলী সাগর

শওগাত আলী সাগর: সাফ বিজয়ী টিম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের তেমন কিছু বলার থাকার কথা নয়, সাংবাদিকদেরও আগ্রহ থাকার কথা বিজয়ী দলের অধিনায়ক, সেরা খেলোয়াড়, কোচের দিকে। ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের কেউ একজন ভূমিকা করে দেবেন- এই তো! আমাদের ক্রীড়া সাংবাদিকদের কাছে আসলে কাদের বক্তব্য গুরুত্বপূর্ণ ছিলো। তারা কি ফেডারেশনের নেতাদের বক্তব্য শোনার আগ্রহ নিয়েই সংবাদ সম্মেলনে গিয়েছিলেন?

সংবাদ সম্মেলনে অধিনায়ক, কোচের বসার জায়গা হয়নি, তাদের যথাযথ সম্মান দেখানো হয়নি বলে যে এতো কথাবার্তা হচ্ছে, আমাদের ক্রীড়া সাংবাদিকদরা কি এই সব কথাবার্তার সাথে একমত পোষণ করেন? তারাও কি মনে করেন, বিজয়ী দলের অধিনায়ক, কোচকে যথাযথ সম্মান দেখানো হয়নি। যদি তারা এটি মনে করেন, তাহলে সংবাদ সম্মেলন চলাকালে তাদের কেউ কি এ নিয়ে কোনো প্রশ্ন করেছিলেন?

গত কয়েকদিন ধরেই যে নারী ফুটবলারদের প্রতি বৈষম্য, অবহেলা নিয়ে এতো কথাবার্তা হচ্ছে- সেই সব কথাবার্তা নিশ্চয়ই ক্রীড়া সাংবাদিকদের কানেও গিয়েছে। সংবাদ সম্মেলনে কোচ এবং বিজয়ী দলের অধিনায়কের যথাযথ সম্মান না পাওয়াটা যে একটা বৈষম্যমূলক আচরণ- সেটি কী আমাদের ক্রীড়া সাংবাদিকদের মনে হয়েছিলো তখন? তাদের কেউ কি এ নিয়ে ফেডারেশন কর্মকর্তাদের কোনো প্রশ্ন করেছেন? ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের নিয়ে অনেক কথাবার্তাই হয়েছে, হচ্ছে। আমি আমাদের ক্রীড়া সাংবাদিকতার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করছি। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়