শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০১:২৪ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরোপুরিভাবে ১৯৭২-এর সংবিধানে কেন ফিরে যাওয়া যাবে না?

দীপেন ভট্টাচার্য্য

দীপেন ভট্টাচার্য্য: ২০১৩-এর গণ-জাগরণ মঞ্চের একাত্তরের যুদ্ধাপরাধীদের সাজা প্রদানের দাবিসহ ছিল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা এবং জামায়াত-শিবির সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বয়কট করা। শেষোক্ত দুটির প্রতি তখন কোনোই কর্ণপাত করা হয়নি, বরং পরবর্তীকালে সরকার এবং জামায়েতীরা উভয়পক্ষই শাহাবাগী বলে ওই আন্দোলনে অংশগ্রহণকারীদের কটাক্ষ করেছে। পরবর্তী কয়েক বছর চরমপন্থীরা যখন ব্লগার হত্যা করছিল কর্তৃপক্ষ থেকে তখন কোনো নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়নি বরং রাষ্ট্র এই সময়ে দর্শকের ভূমিকা পালন করেছে। 

জামায়াত একটি দল নয়, এটি একটি নির্দিষ্ট ধারণা-জিয়ার আমল থেকে যে ধারণা ধীরে ধীরে তৃণমূলে সঞ্চারিত হয়েছে এবং গত ১৬ বছর যে সঞ্চারণকে কোনো বাধাই দেওয়া হয়নি। রাষ্ট্রধর্ম না বদলে, পাঠ্যপুস্তকের ধর্মীয়করণ না উঠিয়ে, ডিজিটাল আইনের অবসান না করে, জনগণের মনে সত্যিকারের অগ্রগামী ধর্মনিরপেক্ষ ধারণার প্রসার না ঘটিয়ে, গণতান্ত্রিক চেক অ্যান্ড ব্যালেন্সে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, শুধু জামাতকে নিষিদ্ধ করে রাষ্ট্রের চেহারা পাল্টানো যাবে না। পুরোপুরিভাবে ১৯৭২-এর সংবিধানে কেন ফিরে যাওয়া যাবে না? ধর্মকে দাবার ঘুঁটির মতো ব্যবহার না করে, বাংলাদেশ দেশটি সৃষ্টির মূল ভিত্তিভূমিতে আস্থা রেখে দরকার ছিল এগোনোর। সেই ভিত্তি কি তারাও বিশ্বাস করে না? ৩০-৭-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়