ইমতিয়াজ মাহমুদ: আন্দোলনকারী ছাত্রদের উপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ নানা ক্যাম্পাসে হামলা করছে ছাত্রলীগের কর্মীরা। এটা অন্যায়। আমি কোটা বিরোধী আন্দোলনের উপর মহা বিরক্ত, কিন্তু ছাত্রদের মধ্যে যারা এই আন্দোলন সমর্থন করে বা করতে চায় করবে। হামলা করা বা মারধর করা তো কোনো অবস্থাতেই সহ্য করা যায় না। আমি দাবি করছি, এই মুহূর্তে ছাত্রদের উপর হামলা বন্ধ করা হোক। ক্যাম্পাসগুলিতে যারা হামলা করছে ওদের অবিলম্বে ধরে জেলে পুরে দেওয়া হোক।
আর আপনার উপর যখন হামলা হয়, কোনো কোনো সময় সেটা প্রতিরোধ করা আপনার নৈতিক দায়িত্ব হয়ে পড়ে। আমি আপনাদের মতামত খুবই অপছন্দ করি, কোটা নিয়ে আপনাদের ওইসব দাবিকে ফালতু মনে করি, অন্যায় মনে করি। কিন্তু আপনাদের দাবি উত্থাপন করার অধিকার ও সেই দাবিতে আন্দোলন করার অধিকার আপনার মৌলিক অধিকার। আমি সেই অধিকার রক্ষায় আপনাদের পাশে আছি। আবার বলি, আমি আপনাদের কথা পছন্দ করি না, কিন্তু আপনার কথাটি বলার অধিকার রক্ষায় আপনার হয়ে লড়তে প্রস্তুত আছি। ছাত্রলীগ যদি হামলা করে, পুলিশের দায়িত্ব সেটা থেকে ছাত্রছাত্রীকে রক্ষা করা। আর পুলিশ যদি সেটা না করে, আপনার আত্মরক্ষার অধিকার আছে। আপনারা প্রতিরোধ করুন। লেখক: আইনজীবী। ১৬ জুলাই ২০২৪। ফেসবুক থেকে