শিরোনাম
◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০২:৫৮ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিৎজা দোকানের মেয়েটা, বিসিএস পরীক্ষা ও একটি হিসাব

আফসান চৌধুরী

আফসান চৌধুরী: বাসার জন্য একটা পিৎজা কিনতে গিয়েছিলাম। চটপটে কিশোরী-তরুণী মেয়েটা যখন প্যাকেটটা দিচ্ছে জিজ্ঞাসা করলাম, কী করে। সে বললো, পড়ে আর এখানে সপ্তাহে একদিন পার্টটাইম। ৬ মাসে ৬০ হাজার। ‘বাবা-মা আমাকে এতো কষ্ট করে পড়িয়েছে, তাই একটা টাকাও খরচ করিনি, তাদের  যদি লাগে তাই জমাচ্ছি’। মেয়েটা স্থানীয় একটি কলেজে স্নাতক পড়ছে ইংরেজিতে। ‘পাস করার পর কী করবেন?’ স্যার, বিসিএস তো দেবই। ‘সবার এক স্বপ্ন। অথবা এটা ছাড়া আর কিছু জানে না, কেউ বলে না।

[২] বললাম, বিসিএস খুব ভালো কথা। তবে কিনা হিসাব হলো ১০০ তে ১ জন মাত্র পায়। বাকি ৯৯ জন কই যাবে?’  

মেয়েটা চুপ করে রইলো। ‘আপনি কি ভালো স্টুডেন্ট?’ না তেমন না ও ‘তাহলে?’ মেয়েটা ভাবেনি এইসব কোনোদিন। ‘প্রশ্নপত্র কেনার  টাকা আছে?’ না ‘এন্ট্রির সময় টাকা দিতে পারবেন?’ না। তাহলে কী মনে হয়? আসলে আর কিছু সে ভাবেনি। সবাই এক সোনার হরিনের পেছনে দৌড়াচ্ছে, পা থাকুক আর না থাকুক।

[৩] মেয়েটাকে  ফ্রিল্যাংসিংয়ের দুইটা সাইটের ঠিকানা দেখিয়ে দিলাম। ‘এগুলাও করেন  যতদিন কিছু না হয়। দেখেন কী হয়। নিজে যদি কিছু করতে পারেন সবচেয়ে ভালো, যাই হোক সেটা। সবার বিসিএস হবে না। তাদেরও  তো বাঁচতে হবে’।  আমি উঠে এলাম , জানি না কোনো আসর হবে কিনা আমার কথার। মনে হয় না। 

[৪] কিন্তু ১০০ জনে যে ৯৯ জন বিপদে পড়ছে তার খবর কেউ রাখে না, বলে না। এবছর ৩১০০ পোস্টের জন্য ৩২৫০০০ মানুষ পরীক্ষা দেবে। যারা ‘বিসিএস ছাড়া কই যাবে, এটাই তো মধ্যবিত্তের ঠিকানা বলছেন তারা কি জানেন কার জন্য বলছেন?’ কোটা পলিটিক্স অন্য বিষয় কিন্তু এই ৯৯ শতাংশ আশা করা মানুষ কই যাবে এটা কেউ বলছেন না। লেখক ও গবেষকজ  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়