শিরোনাম
◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ ভোটের আগে জোট ও পর্দার আড়ালে ‘সমঝোতা’ ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’ ◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০১:৫৯ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাজীবন শ্রমিক-মেহনতি মানুষের পার্টির হোলটাইমার হয়ে হজ্ব-ওমরা করার টাকা কোথায় পান মঞ্জুরা? 

প্রামাথেশ শীল

প্রামাথেশ শীল : একজন মুসলিম হজ্বে যাবেনÑ সেটাই তো স্বাভাবিক। কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, বর্তমান কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড মঞ্জুরুল আহসান খান একজন মুসলিম। এর আগে তিনি ওমরা করেছেন। কার্ল মার্কসের বস্তুবাদী রাজনীতি আর সিপিবি এক জিনিস নয়। পার্টি কমরেডদের ধর্মবিশ্বাস নিয়ে এই পার্টির কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই। সিপিবির আরেক সাবেক সভাপতি, বর্তমান কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমও ইসলাম ধর্ম অন্তপ্রাণ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিনা আমার জানা নেই। তবে রোজা রাখেন। রোজার মাসে পার্টি অফিসে মিটিং বা কোনো অনুষ্ঠান থাকলে তিনি চা বা অন্য কিছু খান না, রোজা থাকেন বলে। পুত্রসন্তানকে নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজের প্রথম জামাতে অংশ নেন। আমার সঙ্গে অন্তত দুই ইদে মসজিদে কুশল বিনিময় হয়েছে। তিনি এখনো হজ্বে যাননি বলেই জানি। 

কমরেড মঞ্জুর হজ্বে যাওয়া নিয়ে অনেকেই হাসি ঠাট্টা তামাশা করছেন। প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন, আওয়ামী লীগ কেন তাকে হজ্বে নিয়ে যাচ্ছে। যাচ্ছে, কারণ তিনি দীর্ঘদিন সিপিবি সভাপতি থাকাকালে আওয়ামী লীগের জন্য যথেষ্ট করেছেন। শালা-দুলাভাইয়ের দীর্ঘ নেতৃত্বকালেই সিপিবি আওয়ামী লীগের ‘বি’ টিমÑ এই তকমাটা জোরদার হয়েছে। সিপিবির বর্তমান নেতৃত্ব আওয়ামী লীগের অধীনে নির্বাচনে না যাওয়া নিয়ে মঞ্জু তার ক্ষোভ পত্রিকায় কলাম লিখে প্রকাশ করেছেন। পার্টি ভেঙে জরুরি কংগ্রেস ডাকারও হুমকি দিয়েছেন। কেন শেখ হাসিনা ফ্যাসিস্ট ননÑ তার পক্ষেও যুক্তি তুলে ধরেছেন অশীতিপর এই রাজনীতিক। ফলে আওয়ামী লীগ কৃতজ্ঞতা স্বরূপ মুক্তিযোদ্ধা কোটায় মঞ্জুকে হজ্বে নিয়ে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারে। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন ইসলাম ধর্মানুসারে সরকারের আর্থিক সহায়তায় হজ্ব হয় কিনা। সে বিষয়ে ইসলামিক স্কলারদের মধ্যে তর্ক চলতেই পারে। প্রশ্ন তুলতে পারেন, সারাজীবন শ্রমিক-মেহনতি মানুষের পার্টির হোলটাইমার হয়ে হজ্ব-ওমরা করার টাকা কোথায় পান মঞ্জুরা? বি.দ্র.: নিন্দুকেরা সিপিবিকে এক সময় ‘শালা-দুলাভাই’র পার্টি বলতেন। এখন কী বলেন জানি না। সেলিমের আপন ছোটবোনের সঙ্গে মঞ্জুর বিয়ে হয়েছে। ১৫-৫-২৪

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়