শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০১:৫৭ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সাংবাদিকতা এমন সর্বনাশা জায়গায় কীভাবে এসে পৌঁছালো! 

মিজানুর রহমান খান

মিজানুর রহমান খান: আমার নিউজফিডে হঠাৎ একটা ভিডিও সামনে পড়লো। ভিডিওটি ব্যক্তিগতভাবে তৈরি কোনো ভিডিও নয়। এটি তৈরি করেছে মূলধারার একটি টিভি চ্যানেল। ভিডিওটির সাথে দেওয়া টিজার পড়ে বুঝতে পারলাম যে এটি সোশাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি ‘রাফসান দ্য ছোট ভাইকে’ নিয়ে তৈরি একটি খবর। ভিডিওটি দেখতে শুরু করলাম। প্রতিটি সেকেন্ড দেখছি আর অবাক হচ্ছি এমন একটি ভিডিও কীভাবে তৈরি হলো। যখন তৈরি হলো তখন ওই টিভি চ্যানেলে যারা সম্পাদকের দায়িত্ব পালন করেন তারা কোথায় ছিলেন? ভিডিওটি তৈরি হয়েছে ফেসবুকে দেওয়া এক ব্যক্তির স্ট্যাটাসের ওপর ভিত্তি করে। ওই স্ট্যাটাসে রাফসান শুধু নয়, তার পিতামাতারও আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অবাক করার বিষয় হচ্ছে, এই স্ট্যাটাসে যা আছে শুধু সেটাই ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে। 

এখানেই শেষ নয়, রাফসানদের ‘বিলাসী জীবন’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই প্রতিবেদনে। দেখতে দেখতে আমি অপেক্ষা করছিলাম রাফসানের বক্তব্য শোনার জন্য। ভিডিওটি যতই শেষের দিকে অগ্রসর হচ্ছিল, আমি ততই অস্থির হয়ে পড়ছিলাম। না, শেষ পর্যন্ত রাফসান কিংবা তার পরিবারের কারো বক্তব্যই শুনতে পেলাম না। তথাকথিত এই রিপোর্টে শুধু রাফসান কেন, কারোরই কোনো বক্তব্য নেই। রিপোর্টার শুধু ফেসবুকে জনৈক ব্যক্তির দেওয়া পোস্ট গড়গড় করে পড়ে গেলেন। এরকম একটা রিপোর্ট যে হতে পারে সেটা আমি চিন্তাও করতে পারিনি। কিছুতেই ভাবতে পারছিলাম না এমন একটি ভিডিও কীভাবে তৈরি হয়, সেই ভিডিও কীভাবে টিভিতে দেখায়, সেটা সোশাল মিডিয়াতে কীভাবে আসে এবং সংবাদমাধ্যম দেখার জন্য যে কর্তৃপক্ষ, তারাইবা কোথায়? 

সাংবাদিকতার একটি মৌলিক বিষয় রাইট টু রিপ্লাই। যার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে, তাকে তার উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। সুযোগ না, এটা তার অধিকার। এই অধিকার খর্ব করার অধিকার কারো নেই। আদালতেরও নেই। এখন কথা হচ্ছে আমার আপনার কোনো শত্রু, কিংবা আমাকে আপনাকে অপছন্দ করেন এমন কোনো ব্যক্তি যদি আজেবাজে কোনো স্ট্যাটাস দেয়, সেটাও তো তাহলে মূলধারার সংবাদমাধ্যমের নিউজ হয়ে যেতে পারে। বাংলাদেশের সাংবাদিকতা এমন সর্বনাশা জায়গায় কীভাবে এসে পৌঁছাল সেটা আমার বোধগম্য নয়। তবে এটা বুঝতে পারছি যে সংবাদ মাধ্যমের সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে এর মানেরও চরম অবনতি ঘটেছে। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়