কাজী ওয়াসিমুল হক: রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা পুরো বন্ধ করার আদৌ কোনো দরকার ছিলো? মেইন রোডে বন্ধ করা যেতেই পারে, কিন্তু অলিগলিতে কী সমস্যা? মাইন্ড ইট, আমি অনেক বৃদ্ধ রিকশাওয়ালা দেখেছি, যারা এটা চালিয়ে আয় করছেন, হয়তো সংসার চালাচ্ছেন এবং যারা কোনো অবস্থাতেই ম্যানুয়াল রিকশা চালাতে পারবেন না। এটা বন্ধ করে তাদের পেটে লাথি দেওয়া হলো কিনা? আর যদি বিদ্যুৎ ইস্যু আসে, যথাযথ বিল পে করে চার্জ করলে সমস্যাটা কোথায়? দেশ না বিদ্যুতের ওপর ভাসছে? আর যদি অবৈধভাবে চার্জ করে, সেসব ধরার দায়িত্ব কাদের? অবশ্য যদি চিন্তা করেন যে গরিব হালার পুতেরা এত আরাম করে আয় কেন করবে, খেটে করুক, তাহলে ঠিক আছে। লেখক: আইনজীবী। ফেসবুকে থকে
আপনার মতামত লিখুন :