শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৩:৪৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশকে ভালোবাসতে হবে

মোজাফফর হোসেন

মোজাফফর হোসেন: তীব্র গরমের ঠ্যালায় সকলে প্রচুর গাছ লাগানোর কথা বলছেন। কিন্তু গাছ লাগানোর আগে নিশ্চিত করতে হবে গাছ না কাটা। হ্যাঁ, প্রয়োজনে গাছ তো কাটা পড়বেই, কিন্তু সেই প্রয়োজন মানে এই না যে ভাওয়াল বনের মাঝখানে বন উজাড় করে আলিশান রিসোর্ট বানাতে হবে। এই যে, রাস্তা সংস্কারের জন্য ধানমণ্ডি, সাতরাস্তার মাঝের গাছগুলো কাটাপড়ল, হয়তো উপায় ছিল না; কিন্তু বৃক্ষজাতীয় গাছের পরিবর্তে ছোট আকারের ফুলগাছ লাগিয়ে তো ছায়া দেওয়া যাবে না। পাখিও থাকতে পারবে না। এমন গাছ লাগানো উচিত ছিল যেগুলো বাস চলাচলে অসুবিধাও না করে, আবার ছায়াও দেয়। 

ঢাকা শহরের যেহেতু গাছের আর জায়গা হচ্ছে না, ছাদবাগান বাধ্যতামূলক করে দেওয়া যেতে পারে। আমরাদের ভবনটা প্রায় ২৩ কাঠা জমির উপর। কিন্তু ভবন কমিটি নিয়ম করেছে ছাদে কোনো গাছ লাগানো যাবে না। অধিকাংশ বারান্দাতেও গাছ নেই। ফলে পুরো ভবনটা তেতে থাকে, রাতেও। শেষ কথা হলো: ঠ্যালায় পড়ে গাছলাগানো, চেতনার কারণে আল্পনার বিরোধিতা করা, এসব করে পরিবেশ বাঁচানো যাবে না। পরিবেশকে ভালোবাসতে হবে। 

আমাদের প্রয়োজনের বাইরেও পরিবেশের অধিকার আছে এই পৃথিবীর উপর। একটা নদী লক্ষ লক্ষ মানুষের চেয়ে কম প্রাণময় না, নির্দ্বিধায় নদী হত্যা যে জাতি করে, সেই জাতি ঠ্যালায় পড়ে এখন গাছ লাগাবে? সামান্য কটা টাকার জন্য নদীগুলো ভাগবাটোয়ারা করে নিচ্ছেন। একটি নদীর মূল্য কত জানেন? একটা দেশ চাইলেই একটা নদীর জন্ম দিতে পারে? শ্যালার গরিব জাতি, নিজের পরিবার ছাড়া কিচ্ছু বোঝে না। শালার মূর্খ জাতি, কন্সট্রাকশন ছাড়া ডেভেলপমেন্ট বোঝে না। লেখক: কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়