শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৯:৩৮ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ০৯:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর যা কিছু সুন্দর ও কল্যাণকর, সব গ্রহণ করব

স্বকৃত নোমান: মিশরের কমলা খাব, চীনের আপেল খাব, ভারতের মাল্টা খাব, পাকিস্তানের আঙুর খাব। বাংলাদেশের ভাত খাব, মাছ খাব, ডাল খাব, আম খাব, জাম খাব, কাঁঠাল খাব, কলা খাব, তরমুজ খাব। সৌদির খেজুর খাব, অস্ট্রেলিয়ার মধু। রাশিয়ার ভদকা খাব, স্কটল্যান্ডের হুইস্কি। দেশি বিড়ি খাব, বিদেশি সিগারেট খাব। চীনের মোবাইল ব্যবহার করব, ভারতের বাইক এবং জাপানের প্রাইভেট কার। বাংলাদেশের পাঞ্জাবি পরব, লুঙ্গি পরব। কাশ্মীরের শাল পরব, ইংল্যান্ডের প্যান্ট-শার্টও।

রাশিয়ার উপন্যাস পড়ব, লাতিনের গল্প। গ্রিসের নাটক দেখব, ইংল্যান্ডের কবিতা পড়ব। তামিলের মুভি দেখব, তুরস্কের সিরিয়াল। তলস্তয়-দস্তয়ভস্কি আমার, কাফকা-জোলা আমার, হেমিংওয়ে আমার, মার্কেসও আমার। চিনুয়া আমার, নগুগিও আমার। কৃষ্ণ আমার, বুদ্ধ আমার, যীশু আমার, হযরতও আমার। রবীন্দ্রনাথ আমার, নজরুল আমার। তারাশঙ্কর আমার, ইলিয়াসও আমার। তাজমহল আমার, ফতেহপুর সিক্রি আমার, কক্সবাজার সমুদ্র সৈকতও আমার। চিকিৎসা নিতে ইন্ডিয়া যাব। টাকা থাকলে সিঙ্গাপুরও।

জগতের যা কিছু খাওয়া যায়, সাধ্যমতো সব খাব। যা কিছু দেখার, সাধ্যমতো সব দেখব। যা কিছু উপভোগের, সাধ্যমতো সব উপভোগ করব। যা কিছু ব্যবহার করা যায়, সাধ্যমতো সব ব্যবহার করব। কারণ আমি বিশ্বনাগরিক এবং বাংলাদেশ এই বিশ্বেরই অংশ। কুয়ার ব্যাঙের মতো কেবল কুয়ার পোকামাকড় খেয়ে বাঁচি না। 

পৃথিবীর যা কিছু সুন্দর, যা কিছু মানুষের জন্য কল্যাণকর, সব কিছু গ্রহণ করব। বর্জন করব ঘৃণা। বয়কট করব হিংসা। বয়কট করব মারণাস্ত্র। বয়কট করব যুদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়