গাজী নাসিরউদ্দিন আহমেদ: সবাই যে এত বুয়েট নিয়ে কথা বলছেন তারা পাশের ঢাকা মেডিক্যাল কলেজ নিয়ে তো কথা বলছেন না। সেখানে তো ছাত্র রাজনীতি আছে। ছিল। তো ডিএমসি কি খারাপ গ্র্যাজুয়েট তৈরি করছে? ডিএমসিতেও তো আপনাদের ধারণা মোতাবেক সেরা শিক্ষার্থীরা পড়ে। রাজনীতি থাকায় তাদের কৌলিন্য কি হারিয়ে গেছে? ভারতে শুধু আইআইটি না, ভারতে আরও ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে। ভারতের ডাক্তাররাও সারা দুনিয়ায় ভালো করছে। একটা সময় প্রেসিডেন্সি কলেজে এক ক্লাসে পড়েই বিশ্বখ্যাত হয়েছিলেন সত্যেন বোস, মেঘনাদ সাহা, নিখিল রঞ্জন সেন, দেবেন্দ্র মোহন বসু। জ্ঞান ঘোষও তাদের ব্যাচমেট। প্রশান্ত মহালনবীশ, প্রফুল্ল চন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু এদের মেন্টরশিপে ওরা বেড়ে উঠেছিলেন। আমি শুধু বিজ্ঞানের ছাত্রদের নিয়েই আলোচনা করব। বাকিদের কথা রাখলাম। উপরে যেসব নাম লিখেছি এরা সবাই তীব্রভাবে রাজনীতি সচেতন ছিলেন। বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ভারত গড়ার কাজ করেছেন। সরকারের সঙ্গে বিরোধে জড়িয়েছেন। প্রফেসর কামরুল হাসান মামুন ভীষণ টানেল ভিশনের লোক। তিনি সমাজ রাজনীতি ইত্যাদি বিষয়ে যেসব বক্তব্য দেন সেসবের বুদ্ধিবৃত্তিক মূল্য শূন্য। সমস্যা হচ্ছে, তিনি বহুজনের রেফারেন্স হয়ে উঠেছেন। লেখক: সাংবাদিক। ২-৪-২৪। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :