সুজিত মোস্তফা: বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বাড়লেও এর কোনো প্রতিকার নেই কেন জানেন? যারা অস্বাভাবিক মূল্যের কারণে কিনতে ব্যর্থ এরকম কিছু অসহায় মানুষ চেঁচামেচি করে, কিন্তু ওই সমস্ত জিনিস ঠিকই কিছু মানুষ নির্বিচারে ক্রয় করে অর্থাৎ কিছু মানুষের হাতে এত টাকা আছে এবং সেই টাকার মূল্য তাদের কাছে এতই সামান্য যে, যেকোনো মূল্যে তারা যেকোনো পণ্য ক্রয় করতে বেপোরোয়া। ঠিক আছে, ধরে নিলাম সৎ হোক বা অসৎ উপায়ে হোক, কিছু মানুষের হাতে অতিরিক্ত টাকা এসে গেছে। কিন্তু অন্য সাধারণ মানুষের কথা ভেবে, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের কথা ভেবে তারা যদি চড়া দামে এই কেনাকাটাগুলো বন্ধ করে সামান্য সহানুভূতিটুকুও প্রকাশ করেন, তাহলে কিন্তু জিনিসপত্রের এই অগ্নিমূল্য থাকবে না। কিন্তু এই সহানুভূতি, মানবিকতাবোধ এসবের কিছুই বোধহয় ওইসব মানুষের মধ্যে আর অবশিষ্ট নেই। ১৭.৩.২৪। ফেসবুক থেকে