রুমি আহমেদ: আগুনে পুড়ে যাওয়া লাশটি কুষ্টিয়ার বৃষ্টি খাতুন না বেনারসের অভিশ্রুতি শাস্ত্রী তা নিয়ে দীর্ঘ একটা উপন্যাস লেখা যায়। লাশ নিয়ে রামকৃষ্ণ মিশন আর বৃষ্টি খাতুনের বাবা দাবিদার সবুজ মিয়ার টাগ অফ ওয়ার দিয়ে প্লট লাইন শুরু হবে। তারপর ফ্ল্যাশব্যাক করে একেবারে বৃষ্টির জন্ম মুহূর্তে। সেখান থেকে প্লট শাখা প্রশাখা বিস্তার করবে। এখানে অধ্যাবসায়, এমবিশন, ড্রাইভ,এস্পিওনাজ, আন্তর্জাতিক সম্পর্ক, ভূ-তাত্বিক রাজনীতি, জেন্ডার এক্সপ্লয়টেশন সব এঙ্গেলই খুব রিজোনেবলি আসতে পারে।
উপন্যাসের একটা বড় শাখা আন্তর্জাতিক স্পাই এঙ্গেলটা টেনে নিয়ে আসবে। অভিশ্রুতি শাস্ত্রী যেই অনলাইন নিউজ পোর্টালে কাজ করতো (যার নাম কেউ কখনোই শুনেনি) তা কোনো গোয়েন্দা সংস্থার ফ্রন্ট কাভার হবার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কেন সে নিজের নাম ধর্ম পরিচয় বদলে হিন্দু পরিচয়ে হিন্দু কমিউনিটির সাথে মিশে গেলো? উপন্যাসের পর এই প্লট নিয়ে একটা নেটফ্লিক্স সিরিজ ও হয়ে যেতে পারে। যা হোক অভিশ্রুতি শাস্ত্রী বা বৃষ্টি খাতুন, আপনি যেই হন না কেন, আপনার আত্মা শান্তি পাক। আপনার ডেয়ার ডেভিল ভাগ্যান্বেষী জীবন একটা পরিপূর্ন সফল ক্লোজার পাক। লেখক: চিকিৎসক
আপনার মতামত লিখুন :