শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সেভেন সিস্টার্স ও পাকিস্তান নিয়ে কেন চিন্তিত ভারত? ◈ ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এএসআইসহ ৬ জন ◈ কবরস্থানে দুই বালতি ভর্তি ২০ তাজা বোমা উদ্ধার! ◈ সোমবার আসছেন ভারতের পররাষ্ট্র সচিব : হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যসহ যেসব বিষয়ে আলোচনা হতে পারে ◈ মাস্ক পরা অবস্থাতেই চুম্বন, হংকংয়ে বস ও এক ভারতীয়ের বিরুদ্ধে বাংলাদেশি নারীর যৌন নির্যাতনের মামলা ◈ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যা বললেন সারজিস আলম (ভিডিও) ◈ ভারত নয়, এবার পাকিস্তান থেকে আসছে বিপুল পরিমাণে চিনি ◈ প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড প্রতিনিধিদের সাক্ষাৎ ◈ দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে দ্বন্দ্বে ভারত, কানাডার সঙ্গে বন্ধুত্বে খড়া, বিভিন্ন দেশে চলছে ইন্ডিয়া আউট আন্দোলন ◈ শুভেন্দু অধিকারী হয় বোকা, নয় মূর্খ, যিনি হঠাৎ করে বাংলাদেশ নিয়ে এমন কাণ্ড ঘটাচ্ছেন!(ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২৬ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : আরমান হোসেন

গ্রামীণ ব্যাংক আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে বলে দাবি

আমার জীবনে এমন দুর্যোগ আর কখনো দেখিনি: ড. ইউনূস (ভিডিও)

সংবাদ সম্মেলনে ড. ইউনূস

সালেহ্ বিপ্লব, সুজন কৈরী: [২] ঢাকার মিরপুর ১ নম্বরে চিড়িয়াখানা সড়কে গ্রামীণ টেলিকম ভবন। এই ভবনে ড. ইউনূসের ১৬টি কোম্পানি রয়েছে, প্রতিটিরই চেয়ারম্যান ড. ইউনূস।

[৩] বৃহস্পতিবার দুপুরে গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. ইউনূস অভিযোগ করেন, ‘গ্রামীণ ব্যাংক আমাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে। এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে। একটা ভয়ংকর অবস্থায় আছি। 

[৪] তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত অফিসগুলো দখল করে নেওয়া হয়। ওই দিন থেকে তারা ভবনে তালা মেরে রেখেছে। ঘটনার পর আমরা শাহআলী থানায় জিডি করতে চেয়েছিলাম। কিন্তু সহযোগিতা পাইনি।

[৪.১] দখল করতে আসা লোকদের মধ্যে কাউকে চেনেন কিনা, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, কাউকে চিনি না। তবে ২০/২২জন ব্যক্তি ভবনে এসে অফিসগুলোতে তালা লাগিয়ে দেন। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে, তখন কেমন লাগার কথা, আপনারাই বলেন। তাহলে দেশে আইন–আদালত আছে কিসের জন্য। তারা আদালতে যেতে চায় না। আমরা জীবনে বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনো দেখিনি।’

[৫] ড. ইউনূস বলেন, এভাবে দেশ চলছে কীভাবে। আমাদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল হচ্ছে। আমি এসব বিষয়ে আদালতে শরণাপন্ন  হবো। উল্লেখ্য, ড. ইউনূস বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করবেন, এ কথা জানার পর মিরপুরে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীরা। 

[৬] প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ব্যবসার মুনাফার টাকায় এই ১৬ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গ্রামীণ ব্যাংকের টাকায় হয়নি। যা হয়েছে আইন মেনেই হয়েছে। 

[৭] সংবাদ সম্মেলনে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম এবং গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়