সালেহ্ বিপ্লব: নাম না নিয়েই সংবাদ সম্মেলনে আলোচনা হয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসকে নিয়ে। তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ওনার বিষয়ে আমি কী বলবো! উনি স্বনামধন্য মানুষ। কতো লেখাপড়া! আমি তো লেখাপড়া জানি না। নিছক বাঙালি মেয়ে, তাও বাংলায় পাস করা।