শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১০:০৮ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পেলেন ড. ইউনূস

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] ঢাকার তৃতীয় শ্রম আদালতে যুক্তিতর্ক শুনানির চতুর্থ দিনে রাষ্ট্রপক্ষের সাক্ষীরা প্রদর্শনী বা এক্সিবিট হিসাবে যে সব দলিল ও কাগজপত্র জমা দিয়েছেন, যা সাক্ষ্যের সময় রেকর্ড করা হয়েছে, সেসবের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করেছেন ড. ইউনুসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন।

[৩] আজ বুধবার এ শুনানি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৫ টা পযর্ন্ত চলে। ৩য় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা আগামী ১৪ ডিসেম্বর, ২০২৩ইং পরবর্তী যুক্তিতকের্র জন্য তারিখ রেখেছেন। 

[৪] এদিন বিদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে সেখানে যাওয়ার জন্য ড. ইউনুসের পক্ষে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ব্যক্তিগত হাজিরা মওকুফ করে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। 

[৫] রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী সৈয়দ হায়দার আলী আমাদেরসময় ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানির সময় ড. ইউনুসকে বরাবরের মতোই প্রানবন্ত দেখাচ্ছিল এবং মনোযোগ দিয়ে তার আইনজীবীর যুক্তিতর্ক শুনছিলেন। এর আগে গত ১৬, ২০ ,৩০ নভেম্বর এ মামলায় ড. ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।

[৬] ০৯ সেপ্টেম্বর,২০২১ইং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ঢাকার ৩য় শ্রম আদালতে ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়