শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রম অধিকারের অগ্রগতি শিগগিরই যুক্তরাষ্ট্রকে জানানো হবে

কারও দয়ায় নয়, কম দামে দিতে পারাতেই পণ্য রপ্তানি হচ্ছে: বাণিজ্য সচিব

সোহেল রহমান: [৩] বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বাংলাদেশের শ্রম আইন ও শ্রমিক অধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশের কিছু চাওয়া বা শর্ত ছিল। যুক্তরাষ্ট্র চায় সবদেশের শ্রম পরিস্থিতি আরও উন্নত হোক। আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি।

[৪] শ্রম আইন ও বেজা আইনে মার্কিন যে চাওয়া ছিল তা অনেকটাই পূরণ করা হয়েছে এমন দাবি করে তিনি বলেন, গত কয়েক বছরে ৩ বার শ্রম আইন সংশোধন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের যেসব বক্তব্য বা তাদের যা চাওয়া ছিল, সেগুলো পূরণ করার জন্যই এ সংস্কার বা আইনের পরিবর্তনগুলো আনা হয়েছে। 

[৫] সোমবার সচিবালয়ে ‘শ্রম অধিকার সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত’ বিশেষ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বাণিজ্য সচিব সাংবাদিকদের এসব কথা বলেন। 

[৬] বেপজা আইনের সংশোধন নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, ২০২৫ সালের জুনের মধ্যে বেপজা আইন সংশোধন করা হবে। অংশীজন যারা আছেন, বিদেশি বিনিয়োগকারী সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে কী করা হবে। ইতোমধ্যে বেপজা আইনে অনেকগুলো সংশোধন আনা হয়েছে। 

[৭]  সভায় কর্মক্ষেত্রে শ্রমমান পরিস্থিতি, শ্রম আইন বাস্তবায়ন অগ্রগতি, শ্রম অধিকার ও নায্য মজুরি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, ন্যূনতম মজুরি ঘোষণা হয়েছে, আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। এ ছাড়া আরও কী করে শ্রমিক কল্যাণ বাড়ানো যায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার। 

[৮] তিনি বলেন, আগেও বলেছি, শ্রম ইস্যুতে বাংলাদেশের বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এ ধরনের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র নেবে বলে মনে করি না। 

[৯] প্রসঙ্গক্রমে তিনি বলেন, কারও দয়ায় নয়, আন্তর্জাতিক চাহিদা ও শ্রমিক অধিকার রক্ষা করে মানসম্পন্ন পণ্য কম দামে দিতে পারার কারণেই বাংলাদেশের পণ্য রপ্তানি হচ্ছে। আমরা প্রায় ২০০ দেশে পণ্য রপ্তানি করি। ইউরোপীয় ইউনিয়নে আমরা ২৫ বিলিয়ন ডলার রপ্তানি করি, সেটা শুল্কমুক্ত সুবিধার আওতায়। আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বিলিয়ন ডলার রপ্তানি করি, কিন্তু সেখানে কোনো শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায় না। 

[১০] বাণিজ্য সচিব বলেন, আমাদের রপ্তানি বাজার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য যা যা করণীয় তা করবো স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে। 

[১১] সভায় শ্রম সচিব মোঃ এহছানে এলাহী, এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম, বিজিএমইএ’র সভাপতি মো. ফারুক হাসান, বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেমসহ পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: ইকবাল খান

এসআর/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়