শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রম অধিকারের অগ্রগতি শিগগিরই যুক্তরাষ্ট্রকে জানানো হবে

কারও দয়ায় নয়, কম দামে দিতে পারাতেই পণ্য রপ্তানি হচ্ছে: বাণিজ্য সচিব

সোহেল রহমান: [৩] বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বাংলাদেশের শ্রম আইন ও শ্রমিক অধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশের কিছু চাওয়া বা শর্ত ছিল। যুক্তরাষ্ট্র চায় সবদেশের শ্রম পরিস্থিতি আরও উন্নত হোক। আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি।

[৪] শ্রম আইন ও বেজা আইনে মার্কিন যে চাওয়া ছিল তা অনেকটাই পূরণ করা হয়েছে এমন দাবি করে তিনি বলেন, গত কয়েক বছরে ৩ বার শ্রম আইন সংশোধন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের যেসব বক্তব্য বা তাদের যা চাওয়া ছিল, সেগুলো পূরণ করার জন্যই এ সংস্কার বা আইনের পরিবর্তনগুলো আনা হয়েছে। 

[৫] সোমবার সচিবালয়ে ‘শ্রম অধিকার সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত’ বিশেষ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বাণিজ্য সচিব সাংবাদিকদের এসব কথা বলেন। 

[৬] বেপজা আইনের সংশোধন নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, ২০২৫ সালের জুনের মধ্যে বেপজা আইন সংশোধন করা হবে। অংশীজন যারা আছেন, বিদেশি বিনিয়োগকারী সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে কী করা হবে। ইতোমধ্যে বেপজা আইনে অনেকগুলো সংশোধন আনা হয়েছে। 

[৭]  সভায় কর্মক্ষেত্রে শ্রমমান পরিস্থিতি, শ্রম আইন বাস্তবায়ন অগ্রগতি, শ্রম অধিকার ও নায্য মজুরি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, ন্যূনতম মজুরি ঘোষণা হয়েছে, আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। এ ছাড়া আরও কী করে শ্রমিক কল্যাণ বাড়ানো যায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার। 

[৮] তিনি বলেন, আগেও বলেছি, শ্রম ইস্যুতে বাংলাদেশের বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এ ধরনের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র নেবে বলে মনে করি না। 

[৯] প্রসঙ্গক্রমে তিনি বলেন, কারও দয়ায় নয়, আন্তর্জাতিক চাহিদা ও শ্রমিক অধিকার রক্ষা করে মানসম্পন্ন পণ্য কম দামে দিতে পারার কারণেই বাংলাদেশের পণ্য রপ্তানি হচ্ছে। আমরা প্রায় ২০০ দেশে পণ্য রপ্তানি করি। ইউরোপীয় ইউনিয়নে আমরা ২৫ বিলিয়ন ডলার রপ্তানি করি, সেটা শুল্কমুক্ত সুবিধার আওতায়। আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বিলিয়ন ডলার রপ্তানি করি, কিন্তু সেখানে কোনো শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায় না। 

[১০] বাণিজ্য সচিব বলেন, আমাদের রপ্তানি বাজার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য যা যা করণীয় তা করবো স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে। 

[১১] সভায় শ্রম সচিব মোঃ এহছানে এলাহী, এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম, বিজিএমইএ’র সভাপতি মো. ফারুক হাসান, বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেমসহ পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: ইকবাল খান

এসআর/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়