শিরোনাম
◈ ‘বিড়াল ধরে খাওয়ার অপরাধে’ হাইতির অভিবাসীদের তাড়াতে চান ট্রাম্প ◈ বাংলাদেশের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের ◈ বাংলাদেশ ও ভারতের তিনজন করে ক্রিকেটার রেকর্ডের সামনে দাঁড়িয়ে  ◈ ধর্ষণ মামলা নিতে দেরি করায় ওসি গ্রেপ্তার! ◈ সাবেক মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্যসহ ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল ◈ রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী ◈ ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ ◈ বিপাকে আওয়ামী লীগের পলাতক নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ◈ এভাবে মার খেয়ে আমরা কারখানায় যাব না : এ কে আজাদ ◈ পদ্মার ইলিশ ঢুকছে না পশ্চিমবঙ্গে, তবে  আলু-পেঁয়াজ রফতানি স্বাভাবিক রাখার অনুরোধ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৯:০০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত কাজ করবেন মন্ত্রী মোস্তাফা জব্বার

আনিস তপন: [২] টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া ২ মন্ত্রী রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

[৩] সোমবার সচিবালয়ে অফিস করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তবে অনুপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।  

[৪] টেলিযোগাযোগমন্ত্রী সাংবাদিকদের জানান, পদত্যাগপত্র যতদিন গৃহীত না হবে, ততক্ষণ পর্যন্ত তা কার্যকর হবে না। অর্থাৎ এখনো দায়িত্বে আছি। তবে যেদিন পদত্যাগপত্র যেদিন গৃহীত হবে, সেদিন থেকে আমার কাজ করার কিছু থাকবে না।

[৫] মন্ত্রী বলেন, ২০১৮ সালেও টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দিতে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনো এক/দু’দিন পরে পদত্যাগ পত্র গৃহীত হয়েছিল। তাই পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে কোনো বাধা নেই। 

[৬] বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, বাসায় রেস্টে আছি। যেহেতু প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ পত্র পঠিয়েছি, তাই আমি মনে করি এখন আমি আর মন্ত্রীর দয়িত্বে নেই। তাজেই মন্ত্রণালয়ে যাওয়ারও কোন প্রয়োজন নেই। নির্বাচনকালীন সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত সচিব সাধারণত রুটিন কাজগুলো করে থাকেন।

[৭] টেকনোক্র্যাট ২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর পদত্যাগ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সোমবার সাংবাদিকদের জানান, পদত্যাগপত্র কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছি। পদত্যাগ পত্র কার্যকরের একটা পদ্ধতি আছে। প্রক্রিয়া সম্পন্ন হলেই তা কার্যকর হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়