শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ১১:১১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৩, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরিতে ৫ লাখ পদ শূন্য

শহীদুল ইসলাম: দেশে সরকারি চাকরিতে পদের সংখ্যা ১৯ লাখ ১শ ৫১টি। এর মধ্যে বর্তমানে প্রায় পাঁচ লাখ পদ শূন্য রয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সূত্র জানিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ি সরকারি চাকরিতে অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশ শূন্য আছে। সূত্র: প্রথম আলো

বৃহস্পতিবার প্রকাশিত পরিসংখ্যান-২০২২ এ শূন্য পদসহ সরকারি চাকরির বিভিন্ন তথ্য তুলে ধরে মন্ত্রণালয়। এই তথ্য বলছে, বর্তমানে সরকারি চাকরিতে অনুমোদিত পদ আছে ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে কর্মরত আছেন ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। বাকি ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি পদ এখন শূন্য। সাধারণত এত পদ শূন্য থাকে না। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত শূন্য পদের সংখ্যা কখনো চার লাখের বেশি হয়নি। সব সময়ই চার লাখের নিচে ছিল। এর মধ্যে এবার বাদে ২০১৮ সালে সর্বোচ্চ শূন্য পদ ছিল ৩ লাখ ৯৩ হাজারের কিছু বেশি। কিন্তু সর্বশেষ তথ্য বলছে এই সংখ্যা প্রায় পাঁচ লাখের কাছে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য আরো জানায়, শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণি হিসেবে পরিচিত প্রথম থেকে নবম গ্রেডের পদ শূন্য আছে ৬৪ হাজার ৫৮২টি। ১০ থেকে ১২তম গ্রেডে শূন্য পদ ৯৭ হাজার ৪৪৭টি। বাকি শূন্য পদগুলো অন্যান্য গ্রেডের।

সরকারি সূত্র জানায়, করোনা মহামারিতে নিয়োগপ্রক্রিয়া থেমে থাকায় চাকরির বয়সসীমা বৃদ্ধি করে দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের শূন্যপদগুলো পূরণ হয়নি। দেশে সরকারির পাশাপাশি বেসরকারি খাত বেকারের সংখ্যা আরো বাড়িয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) হিসাবে, করোনার কারণে বাংলাদেশে চাকরি হারিয়েছেন অন্তত দেড় কোটি মানুষ। সূত্র: কালের কন্ঠ, সম্পাদনা: তারিক আল বান্না

এসআই/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়