শিরোনাম
◈ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিষয়ে যা জানালেন ◈ নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা ◈ ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, ৪ বছরে উন্নয়নে বরাদ্দ সর্বনিম্ন ◈ গাজীপুরে হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই তিন বসতঘর ◈ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক-ইউটিউবে কথা বললেই গ্রেপ্তার! ◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার ◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৩, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র তাপসের বিরুদ্ধে প্রধান বিচারপতির এজলাসে ব্যারিস্টার আমীর-উল ইসলামের নালিশ

সুজিৎ নন্দী: ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের 'একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ বক্তব্য নজরে এনে তার বিরুদ্ধে প্রধান বিচারপতির এজলাসে নালিশ করেছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। মেয়র তাপসের ওই বক্তব্য উদ্ধৃত করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের একাংশ প্রধান বিচারপতির এজলাসে পড়ে শোনান জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম।

প্রধান বিচারপতি নেতৃত্বে থাকা আপিল বেঞ্চকে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, মেয়র তাপস বলেছেন, ‘মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের কয়েকটি নির্বাচনের সাব কমিটির প্রধান) আমরা মনে করতাম, ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেবো।’ গত রোববার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চে ব্যারিস্টার আমীর বলেন, মেয়রের এই বক্তব্য আনফরচুনেটলি। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা বক্তব্য ভালো করে পড়ে দেখি। তারপর কী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।

আদালত থেকে বের হওয়ার পর ব্যারিস্টার আমীর বলেন, তাপস যে বক্তব্য দিয়েছেন, সেটা আদালত অবমাননা। তার বক্তব্যে সারাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছেন। আমরা আশা করছি আপিল বিভাগের ৮ বিচারপতি বসে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

এ সময় বিএনপিপন্থী আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল উপস্থিত ছিলেন। সম্পাদনা: রাশিদ 

এসএন/আর/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়