শিরোনাম
◈ জাতীয় রাজস্ব বোর্ড যে কারণে দুই ভাগ করলো সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৯:৫৪ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য প্রতিনিধিকে নিয়ে মির্জা ফখরুলের ইফতার

ইফতার

শহীদুল ইসলাম: ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনকে নিয়ে এক টেবিলে বসে ইফতার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ ইফতার অনুষ্ঠান হয়। এতে কূটনৈতিকদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীরাও অংশ নেন। ইনকিলাব 

দেখা গেছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনকে নিয়ে এক টেবিলে বসে ইফতার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাদের টেবিলে আরো ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি সূত্রে জানা গেছে, ইফতারের ফাঁকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মির্জা ফখরুল। বিদেশি কূটনীতিকদের মধ্যে আরো অংশ নেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি. মান্টিটাস্কি ও পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি। তবে, ইফতারে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অংশ না নিলেও দেশটির উপ-হাইকমিশার বিনয় জর্জ অংশ নেন।

ইফতার পার্টিতে ভারতের হাইকমিশনার অংশ না নিলেও দেশটির উপ-হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও ইফতারে মধ্য প্রাচ্যসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরাও অংশ নেন। 

ইফতারে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আলম নোমান, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।

এছাড়া পেশাজীবীদের মধ্যে অংশ নেন অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক বোরহান উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়