শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ২১ মে, ২০২২, ০৬:১০ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২২, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ মাসে ১৪ দফা বেড়েছে ফুয়েলের দাম, বাড়ছে বিমান ভাড়া

মনজুর এ আজিজ: [২] দেশে গত ১৮ মাসে ১৪ দফা জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি। দফায় দফায় জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় বিমান ভাড়াও বাড়ছে বলে জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। গত রোববার আবারও ৬ টাকা বাড়িয়ে জেট ফুয়েলের দাম লিটার প্রতি ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

[৩] এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, করোনায় বিপর্যস্ত দেশের এভিয়েশন খাত যখন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে ঠিক তখনই জেট ফুয়েলের দাম বাড়ানোয় আকাশপথে ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে উঠছে। ফ্লাইট পরিচালনা খরচের ৪৬ শতাংশ পর্যন্ত জ্বালানিতে ব্যয় হয়। গত ১৮ মাসে জেট ফুয়েলের দাম ১৩০ শতাংশ বেড়েছে। অতিরিক্ত খরচ পুষিয়ে নিতে টিকিটের দাম বাড়াতে হচ্ছে এয়ারলাইন্সগুলোকে। আর এতে পকেট কাটা পড়ছে যাত্রীদেরই। 

[৪] বিপিসির তথ্য মতে, গত দেড় বছরে দেশে উড়োজাহাজের জ্বালানির দাম বেড়েছে ১৪ বার। ২০২০ সালের অক্টোবরে জেট ফুয়েলের দাম ছিল ৪৬ টাকা। ডিসেম্বরে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয় ৪৮ টাকা। ২০২১ সালের জানুয়ারিতে দাম বাড়িয়ে করা হয় ৫৩ টাকা। গত বছরের ফেব্রুয়ারিতে ৫৫ টাকা, মার্চে ৬০ টাকা আর এপ্রিলে নির্ধারণ করা হয় ৬১ টাকা। তবে মে মাসে লিটারে ১ টাকা কমানো হয়েছিল। জুনে আবার লিটারে ৩ টাকা বাড়িয়ে করা হয় ৬৩ টাকা। একইভাবে জুলাইয়ে ৬৬, আগস্টে ৬৭, অক্টোবরে ৭০ এবং নভেম্বরে ৭৭ টাকা নির্ধারণ করা হয়। 

[৫] চলতি বছরের জানুয়ারিতে এসে দুই দফায় ৪ টাকা কমানো হয়েছিল দাম। কিন্তু পরের দুই মাস ফেব্রুয়ারি ও মার্চে দুই দফায় ১৪ টাকা বাড়িয়ে করা হয় ৮৭ টাকা। গত ৬ এপ্রিল লিটারে ১৩ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ ১৫ মে ৬ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম এখন লিটার প্রতি ১০৬ টাকা। এভাবে ১৮ মাসের ব্যবধানে দেশে জেট ফুয়েলের দাম বেড়েছে ৬০ টাকা।

[৬] ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, উড়োজাহাজ চালাতে জ্বালানিতেই একটি বড় অংশ খরচ হয়। ফলে জেট ফুয়েলের দাম বাড়লে স্বাভাবিকভাবেই বাড়বে টিকিটের দাম। দেশের অ্যাভিয়েশন খাতকে সুরক্ষিত রাখতে জেট ফুয়েলের দাম নির্ধারণে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়