শিরোনাম
◈ জাতীয় রাজস্ব বোর্ড যে কারণে দুই ভাগ করলো সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ল এলপি গ্যাসের দাম

এলপি গ্যাস

খালিদ আহমেদ: ১২ কেজি সিলিন্ডারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে ২৬৬ টাকা। আগে ১ হাজার ২৩২ টাকায় কেনা গেলেও আজ থেকে এই সিলিন্ডার কিনতে গুণতে হবে ১ হাজার ৪৯৮ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

দেশে সব থেকে বেশি বিক্রি হয় ১২ কেজির সিলিন্ডার গ্যাস। প্রতি কেজি এলপি গ্যাসে এবার দাম বাড়ল ২২ টাকা ১৬ পয়সা। যদিও গত মাসে গ্যাসের দাম কমেছিল।

তবে বিইআরসির বেঁধে দেয়া দামেও সাধারণত পাওয়া যায় না গ্যাস। এলাকাভেদে বিইআরসির বেঁধে দেয়া দাম হতে অন্তত ৭০ থেকে ১০০ টাকা বাড়তি দামে এলপিজি কিনে থাকেন গ্রাহকরা।

এলপিজি গ্যাসের সঙ্গে বেড়েছে অটোগ্যাসের দামও। নির্ধারিত নতুন দাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে। প্রতি মাসের প্রথম সপ্তাহে বিইআরসি এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে।

কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়