শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৫৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্টা করছে বিএনপি: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি

মিজান লিটন, চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মৃত্যু ইস্যু নিয়ে রাস্তায় নামতে চেষ্টা করা কোনো রাজনৈতিক দলের জন্য কতটা সঠিক কাজ এটাও তাদেরকে ভেবে দেখতে হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার এখন বহু বছর ধরে মৃত। তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে এবং নষ্ট করেছে বিএনপি। 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন তিনি। 

দীপু মনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়েছে। বিএনপির এখন আর কোনো ইস্যু নেই। তাই মৃত ইস্যু নিয়ে এখন আন্দোলন করে লাভ নেই।

তিনি বলেন, আমাদের দেশের সবাই যেনো ভালো থাকে, তার ব্যবস্থা গ্রহণ করছেন প্রধানমন্ত্রী। একসময় দেশের মানুষ না খেয়ে থাকতো, কিন্তু বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকে না। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নৌকায় ভোট দেওয়াতে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ইসলামের দোহাই দিয়ে যারা মিথ্যা বলে তারা ইসলামের সেবক নয়। এসময় তিনি গুজবে কান না দেওয়ার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। এছাড়া উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

প্রতিনিধি/একে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়