শিরোনাম
◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৫৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্টা করছে বিএনপি: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি

মিজান লিটন, চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মৃত্যু ইস্যু নিয়ে রাস্তায় নামতে চেষ্টা করা কোনো রাজনৈতিক দলের জন্য কতটা সঠিক কাজ এটাও তাদেরকে ভেবে দেখতে হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার এখন বহু বছর ধরে মৃত। তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে এবং নষ্ট করেছে বিএনপি। 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন তিনি। 

দীপু মনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়েছে। বিএনপির এখন আর কোনো ইস্যু নেই। তাই মৃত ইস্যু নিয়ে এখন আন্দোলন করে লাভ নেই।

তিনি বলেন, আমাদের দেশের সবাই যেনো ভালো থাকে, তার ব্যবস্থা গ্রহণ করছেন প্রধানমন্ত্রী। একসময় দেশের মানুষ না খেয়ে থাকতো, কিন্তু বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকে না। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নৌকায় ভোট দেওয়াতে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ইসলামের দোহাই দিয়ে যারা মিথ্যা বলে তারা ইসলামের সেবক নয়। এসময় তিনি গুজবে কান না দেওয়ার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। এছাড়া উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

প্রতিনিধি/একে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়