শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৪:৩৪ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি ও বাংলাদেশি দূত

কূটনৈতিক প্রতিবেদক: লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

বুধবার (৩০ নভেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বুর্কিনা ফাসোর ওয়াগাডুগুতে রাষ্ট্রপতি প্রাসাদে আয়োজিত একটি অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের কাছে সম্প্রতি পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান।

বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জানান। তিনি দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতি ট্রাওরে দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক বাড়াতে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন।

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার আগে বাংলাদেশের রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্র ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অলিভিয়া রাগনাগনেভেন্ডে রুয়াম্বার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয়পক্ষ দুই দেশের উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের ওপর জোর দেন। পাশাপাশি তারা দুই দেশের জনগণের মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

এছাড়া রাষ্ট্রদূত দেশটির কৃষি, প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে তারা বাণিজ্য বৃদ্ধি এবং কৃষি ও চুক্তিভিত্তিক চাষাবাদে একটি চুক্তি স্বাক্ষর করার বিষয়ে আলোচনা করেন।

টিআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়