শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১০:৪৫ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায়

পুলিশকে সজাগ থাকার আহ্বান ডিএমপি কমিশনারের 

এম এম লিংকন: সামনে আমাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এ সময় সভা-সমাবেশ করবে। তাদের নিরাপত্তা, সরকারি ও জনগণের সম্পত্তি হেফাজত করার দায়িত্ব আমাদের। আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।

রোববার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা না চাইতেই পুলিশকে অনেক কিছু দিচ্ছেন স্বরণ করিয়ে পুলিশদের উদ্দ্যেশে তিনি বলেন, প্রতিদান হিসেবে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 
ঢাকা শহরের অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করতে হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীর আস্থা অর্জনে আরও বেশি সতর্ক থাকতে হবে। পুলিশ সদস্যদের ফিজিক্যাল ফিটনেস ও মাঠ পর্যায়, দুই ক্ষেত্রেই সমান দক্ষতা বাড়াতে হবে।
 
মাস্টার প্যারেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তারসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মিমোলি/নাহা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়