শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২২, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বছরে যা করেছি নগরবাসী তা মূল্যায়ন করবে: মেয়র আতিক

সুজিৎ নন্দী: [২] দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিগত সময়ের তুলনায় ঢাকা শহরের জলাবদ্ধতা অনেক কমে গেছে। আমি দুইবছর আগে দায়িত্ব গ্রহণের সময় ডিএনসিসিতে জলাবদ্ধতার ১৪২টি হটস্পট ছিল, গতবছর সেটি ছিল ১০১টি এবং এবছর সেটি ৪২টিতে নেমে এসেছে। 

[৩] তিনি আরো বলেন, এবছর দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা দশটি অঞ্চলের জন্য দশটি ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) গঠন করেছি। তারা প্রয়োজনীয় পাম্ব ও পানি অপসারণের যন্ত্র নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে।

[৪] শনিবার গুলশান-২ নগর ভবনের হল রুমে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে ‘মিট দি প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

[৫] মেয়র আরো বলেন, যানজট নিরসনে শহরের প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য স্কুল বাসের ব্যবস্থা করার বিষয়ে পরিকল্পনা নিয়েছি। আমি শিক্ষা মন্ত্রণালয় এবং স্কুল কর্তৃপক্ষের সাথে দ্রুত বিষয়টি নিয়ে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

[৬] অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ উধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

[৭] তিনি অনুষ্ঠান শুরুর আগে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধনে ‘দশটায় দশ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা বাড়ি করি পরিষ্কার’ অভিযান শুরু করেন নিজের দপ্তরে। এসময় তিনি নগর ভবনের বেসমেন্ট এবং ৮তলা পরিদর্শন করেন এবং সকলকে নিজেদের অফিস ও বাসা বাড়ি পরিস্কার রাখার আহবান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়