এম এম লিংকন, শাহাজাদা এমরান: [২] শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা তথ্য অফিসের সহযোগিতায় চলে এই প্রচারণা। এ তথ্যটি নিশ্চিত করেছেন কুসিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
[৩] এই বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আহসান হাবিব খান আমাদের নতুন সময়কে বলেন, কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে, তার প্রার্থীতা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
[৪] রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, নতুন নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনে। বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে চায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রতিনিয়ত মোবাইলফোনে কল করে আমাকে সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। আমি সততা ও নিরপেক্ষতা দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই কুমিল্লা নগরবাসীকে। শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমার চেষ্টার কোন কমতি থাকবে না।
[৫] নির্বাচন সংক্রান্ত আচরণবিধির বিষয়ে কুমিল্লা নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, নির্বাচন সংক্রান্ত বিধিমালা প্রচার করা হয়েছে। প্রযোজনে প্রার্থীরা নির্বাচন অফিসে এসে বিস্তারিত জানবেন।