শিরোনাম
◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৬:০১ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে আন্তরিক বললেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের যথেষ্ঠ আগ্রহ রয়েছে এবং তারা আন্তরিক। চীন সব সময়ই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও জাপান সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জাতিসংঘ সফর প্রসঙ্গে ড. মোমেন বলেন, জাতিসংঘে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে এবং বিভিন্ন বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে এই সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে সকল দেশ ঐক্যমত।

আমরা শান্তির কথা বলেছি। সব দেশ শন্তির পক্ষেই কথা বলেছে। সংকট সমাধানে আমরা আমাদের করণীয় করে যাচ্ছি।

মিয়ানমারের উস্কানিতে বাংলাদেশ পা দিবেনা উল্লেখ করে ড. মোমেন বলেন, জাতিসংঘ উদানিং অনেক দুর্বল হয়ে গেছে। বিভিন্ন দেশে তারা যুদ্ধ থামাতে পারছেনা এবং সুবিধাও করতে পারতেছেনা। 

তিনি বলেন, মানবাধিকার প্রশ্নে আমরা অত্যান্ত সোচ্চার। অন্যনান্য বহু দেশের তুলনায় আমাদের মানবাধিকার সমুন্নত। আমরা মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন জমা দিয়েছি সেটা তারা (জাতিসংঘ) পছন্দ করেছে।

তারা যাদের গুমের কথা বলছে, দেখা গেছে তারা ভারতের জেলে আছে। জাতিসংঘের দেওয়া গুমের তথ্য ভুল, এই ভুলটা দুখঃজনক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ মনাবাধিকার কাউন্সিলে সদস্য পদে আমরা আগের মতো এবারও প্রতিদ্বন্দিতা করছি। আমাদের প্রস্তুতি খুব ভালো।

জয়ী হবো বলে আমার বিশ্বাস। কারণ, পৃথিবীতে মানবাধিকার প্রশ্নে আমরা একটি সোচ্চার দেশ।

র‌্যাবের সংস্কার প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যেকে তার (রাষ্ট্রদূত) নিজস্ব বক্তব্যে বলেও মন্তব্য করেন ড. মোমেন। একই সঙ্গে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা আমাদে ইস্যুগুলো তুলে ধরেছি।

আমরা সব প্রক্রিয়াই গুরুত্বও সঙ্গে নিচ্ছি। আগামী মাসের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়