শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:১৭ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়সবান্ধব সমাজ ও সহনশীল বিশ্ব গড়ার আহবান গুতেরেসের

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

কূটনৈতিক প্রতিবেদক: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অন্তর্ভূক্তিমূলক ও বয়সবান্ধব সমাজ এবং আরও সহনশীল বিশ্ব গড়ে তোলার আহবান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আমরা পরিবর্তিত বিশ্বে একশ কোটির বেশি প্রবীণ নারী-পুরুষের পুনর্বাসনের দিকে মনোযোগ দিতে চাই।

শনিবার ( ১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এ আহবান জানান জাতিসংঘের মহাসচিব।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, গত বছর আমরা নাটকীয় বিপর্যয় দেখেছি, যেখানে অনেক সময়ই সংকটের কেন্দ্রে পড়েছেন প্রবীণেরা। কোভিড-১৯ মহামারি, ক্রমেই অবনতি ঘটতে থাকা জলবায়ু সংকট, ক্রমবর্ধমান সংঘাত ও ক্রমবর্ধমান দারিদ্র্যসহ নানা ধরনের চ্যালেঞ্জের মুখে প্রবীণ জনগোষ্ঠী বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে। আমাদের ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করেছেন।

তিনি বলেন, ২০৩০ সাল নাগাদ বিশ্বে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১৪০ কোটি হবে। সমাজ ও বৈশ্বিক সম্প্রদায় হিসেবে আমাদের কাজ হলো দীর্ঘায়ুর চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং এর সম্ভাবনাগুলো প্রকাশ ও কাজে লাগানো।

আমাদের অবশ্যই সব মানুষের জন্য সব বয়সে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অন্তর্ভূক্তি নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন অভীষ্টে এই প্রতিশ্রুতির উল্লেখ আছে।

জীবনভর শিক্ষা, শক্তিশালী সামারিক সুরক্ষা, দীর্ঘমেয়াদে মানসম্পন্ন স্বাস্থ্যসেবাপ্রাপ্তি, ডিজিটাল বিভক্তি দূরীকরণ, আন্তঃপ্রজন্ম সহযোগিতা, মর্যাদা ও শ্রদ্ধাবোধ জরুরি। প্রবীণ জনগোষ্ঠী জ্ঞান ও অভিজ্ঞতার অসাধারণ ভাণ্ডার। আমাদের অবশ্যই তাদের সংশ্লিষ্টতা, পুরোদমে অংশগ্রহণ এবং জরুরি ভূমিকা পালন নিশ্চিত করতে হবে। এসবিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়